images

বিনোদন

শাহরুখের প্রতিবেশী হচ্ছেন দীপিকা-রণবীর

বিনোদন ডেস্ক

১২ জুন ২০২৩, ০২:৫৮ পিএম

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন, দুই তারকাই এককথায় বলতে গেলে নিজেদের দাপটে বলিউডে জায়গা করে নিয়েছেন। একের পর এক ভালো কাজে নিজেদের প্রমাণ করেছেন তারা। একগুচ্ছ হিট ছবি তাদের ঝুলিতে। পাঁচ বছরের সংসার জীবনে দিব্যি আছেন তারা। তবে পরিবার নিয়ে এবার নতুন সিদ্ধান্ত নিলেন জুটি। পাল্টে ফেলছেন পুরোনো বাড়ি। এবার নতুন বিলাসবহুল বাড়ির মালিক হতে চলেছেন তারা। আর প্রতিবেশী হলেন শাহরুখ খান। 

ঠিকই পড়েছেন, এবার শাহরুখ খানের পাশে বাড়িতেই থাকতে চলেছেন রণবীর-দীপিকা। এই জুটি এখন তাদের স্বপ্নের বাড়ি নিয়ে কাজ করছেন। বাড়ির নির্মাণের কাজ চলছে পুরোদমে। পরিবারের সকলকে নিয়েই এই বাড়িতে থাকবেন তারা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে সেই প্লটের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দীপিকাকে চেনা গেলেও রণবীর সিংকে চেনা যাচ্ছে না। কারণ একটাই, তিনি যেভাবে তার হেয়ার স্টাইল করেছেন, তা এককথায় বলতে গেলে ভাইরাল। মান্নাতের পাশেই তৈরি হচ্ছে দীপবীরের এই নতুন প্রাসাদ। কানাঘুষা হচ্ছে, এই বাড়ির দাম নাকি ১১৯ কোটি রুপি। বড় এই অ্যাপার্টমেন্টে ১৬ থেকে ১৯ তলা বুক করেছেন তারা। আলিবাগের এই জুটির এক বিলাসবহুল বাড়ি রয়েছে।

২০১৮ সালে গাঁটছড়া বেঁধেছিলেন এই রণবীর-দীপিকা। সেদিন থেকে সুখী দাম্পত্যের সংজ্ঞা হয়েই রয়েছেন তারা। একের পর এক সাফল্যের সম্মুখীন হয়েছেন। বলিউডের অন্যতম পাওয়ার কপলের জীবনে এবার আরও এক স্বপ্ন পূরণের পালা।