বিনোদন ডেস্ক
০২ জুন ২০২৩, ০৬:২৯ পিএম
সালমান খানের বোন অর্পিতা খানকে ভালোবেসে বিয়ে করেছেন আয়ুষ শর্মা। তবে এই ভালোবাসার মধ্যে ফাক-ফোঁকর খুঁজে বেড়িয়েছেন তার চারপাশের মানুষজন। নেটিজেনরাও তাদের সঙ্গে সহমত প্রকাশ করছেন। তাদের ধারণা হৃদয়ের টানে না, সালমানের অর্থ বিত্তের লোভেই তার বোনকে বিয়ে করেছেন তিনি।
এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সালমানের ভগ্নীপতি। ভারতীয় সংবাদমাধ্যমকে আয়ুষ বলেন, ‘অর্পিতা ভীষণ শক্তমনের, আত্মবিশ্বাসী নারী। ওকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া দারুণ বিষয়। ও কে তা ও সবসময়ই স্বীকার করে। তবে প্রথম প্রথম টাকার জন্য অর্পিতাকে বিয়ে করেছি,সালমানের বোন বলে বিয়ে করেছি, এসব কথা শুনতে খুব খারাপ লাগত। তখন এই কথাগুলো আমাকে খুব কষ্ট দিয়েছে, তবে এখন আর এসব নিয়ে ভাবি না। আসল সত্যি হল আমি অর্পিতাকে ভালোবেসেই বিয়ে করেছি, সেটা ও জানে, আমিও জানি, আর আমাদের পরিবারের লোকজনও জানেন। তাহলে বাইরে লোকজনের এত মাথাব্যাথা কীসের!’
‘সালমানের টাকাতেই চলেন, অর্পিতাকে বিয়ে করার পর সল্লু তাকে রোলস রয়েজের মতো বহুমূল্য় গাড়ি দিয়েছেন।’ তাকে প্রথম প্রথম এসব কথাও শুনতে হয়েছে বলে জানান আয়ুষ। তার কথায়, ‘আমি তো এখনও খুঁজছি, কোথায় গেল সেই গাড়ি!’
পরিবারের সকলের ছোট হওয়ায় সালমান ও তার ভাইদের বড় আদরের বোন অর্পিতা। ২০১৪ সালের ১৮ নভেম্বর তিনি বিয়ে করেন আয়ুষকে। এর পরপরই অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন আয়ুষ। ভগ্নীপতিকে বলিউডে এনেছিলেন সালমান নিজেই।