বিনোদন ডেস্ক
৩১ মে ২০২৩, ০৩:১৬ পিএম
কপিল শর্মাকে ভারতের অন্যতম কমেডিয়ান হিসেবে বিবেচনা করা হয়। তার শো দেখতে অপেক্ষায় থাকেন অগণিত দর্শক। এবার কপিলের বিরুদ্ধে অভিযোগ আনলেন বলিউড তারকা আমির খান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি, মুম্বাইয়ে পাঞ্জাবি ছবি ‘ক্যারি অন জাট্টা ৩’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির ও কপিল। সেখানে আমির জানান, এই মুহূর্তে কাজ থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে তিনি বেশি সময় কাটাচ্ছেন। তাই প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে হাসির কোনও ছবি দেখতে চেষ্টা করেন।
এ সময় কপিলের প্রশংসা করে আমির বলেন, ‘বিগত কয়েকমাস ধরে আমি কপিলের শো দেখছি এবং এখন আমি ওর এক জন ভক্ত হয়ে উঠেছি।’
এরপরই আমির অভিযোগ আনেন। কপিলকে তিনি বলেন, ‘কিন্তু আপনি আমাকে আপনার শোয়ে কেন আমন্ত্রণ জানাননি? এটা তো ঠিক নয়! কপিল নিজে কোনো অজুহাত দেওয়ার আগে আমিই সকলের সামনে বলে দিলাম।’
তবে আমিরের এ অভিযোগে চুপ থাকেননি কপিল। তিনি বলেন, ‘অনেক বার আমি ওকে অনুরোধও করেছি। কিন্তু কোনও না কোনও কারণে কাজের ব্যস্ততায় আমির সময়টা পিছিয়েছেন।’
‘লাল সিংহ চড্ডা’র ভরাডুবির পর মানসিকভাবে ভেঙে পড়েন আমির। সেই ধকল এখনও কাটিয়ে উঠতে পারেননি। ধকলে সামলে মানসিকভাবে প্রস্তুত হওয়ার অপেক্ষায় আছেন তিনি।