images

বিনোদন

এনটিআরের জন্মদিন পালন করতে গিয়ে কারাগারে ৯ ভক্ত

বিনোদন ডেস্ক

২৩ মে ২০২৩, ০৭:৫৯ পিএম

দক্ষিণি অভিনেতা জুনিয়র এনটিআরের জন্মদিন জন্মদিন ছিল রোববার (২১ মে)। এদিন ৪০ বছরে পা দেন তেলেগু সুপারস্টার। দিনটিতে উৎসবে মেতে উঠেছিলেন এনটিআরের অনুরাগীরা। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। প্রিয় তারকার জন্মদিন পালন করতে গিয়ে কারাগারে যেতে হয়েছে ৯ ভক্তকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ভারতের কর্নাটকের রবার্টসনপেটে ঘটেছে এ ঘটনা। প্রিয় তারকার জন্মদিন উপলক্ষে দুটি ছাগল বলি দেন এনটিআর জুনিয়রের বেশ কিছু অনুরাগী। এখানেই ক্ষান্ত হননি তারা। প্রেক্ষাগৃহের বাইরে এনটিআর জুনিয়রের পোস্টারে লাগিয়ে দেওয়া হয় সেই রক্ত।

এমন ঘটনার পরে দক্ষিণি তারকার নয়জন অনুরাগীকে পাকড়াও করেছে কর্নাটক পুলিশ। খবর মেলে, ২০ মে এনটিআর জুনিয়রের জন্মদিন উদ্‌যাপন করার জন্য ধারালো অস্ত্র নিয়ে রবার্টসনপেটে হাজির হন তারকার অনুরাগীরা। পাঁঠাবলি দিয়ে সেই রক্ত প্রেক্ষাগৃহের বাইরে তারকার পোস্টারে লাগিয়েই নাকি পালিয়ে যান তারা।

এদিকে অভিনেতার জন্মদিন উপলক্ষে গত শুক্রবার ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত জুনিয়র এ নায়কের ব্লকবাস্টার ছবি ‘সিমহাদ্রি’ ফের মুক্তি দেওয়া হয়। সেই কারণে অভিনেতার ভক্তরা ছবিটির গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য দারুণ চমকের আয়োজন করা হয়েছিল প্রেক্ষাগৃহেই। আর সেটি করতে গিয়েই ঘটে যায় বিপত্তি।

গত শনিবার বিজয়ওয়াড়ার একটি থিয়েটারের ভেতরে ভক্তদের পাগলামির জন্যে আগুন ধরে যায় প্রেক্ষাগৃহে। নিমেষেই চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন। বাজি-পটকা ফাটাতে গিয়ে চরম দুর্ঘটনার শিকার হয় ওই প্রেক্ষাগৃহটি। কয়েকটি আসন ক্ষতিগ্রস্ত হয়। যখন হলে সেলিব্রেশনের মেজাজে ছিলেন ভক্তরা তখন এই কাণ্ডটি ঘটে।