images

বিনোদন

Cannes 2023: রেড কার্পেটে ‘রক্তাক্ত’ শরীরে এক নারীর প্রতিবাদ!

বিনোদন ডেস্ক

২৩ মে ২০২৩, ০৯:৩৯ এএম

কান চলচ্চিত্রে কেউ এসেছেন নিজের ছবির প্রচারে। কেউ এসেছেন ছবি দেখতে। কেউ এসেছেন শুধুমাত্র ক্যামেরার ঝলকানির সামনে দাঁড়িয়ে নিজের ফ্যাশনকে দেশে-বিদেশে ছড়িয়ে দিতে। ঠিক যেমন ঐশ্বর্য রাই বচ্চন, উর্বশী রাউতেলা, সারা আলি খানের মতো সুন্দরীরা। তবে রয়েছে এর বিপরীত দিকও। কান চলচ্চিত্র উৎসবকে প্রতিবাদের মঞ্চ বানালেন এক নারী।

একদিকে তখন ফরাসি ছবি ‘অ্যাসিড’-এর প্রিমিয়ারে ব্যস্ত তারকারা। ক্যামেরার সামনে নানা পোশাকে পোজ দিচ্ছেন তারকারা। ঠিক সেই সুযোগেই ইউক্রেনের জাতীয় পতাকার রঙের পোশাক পরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাজির এক নারী। হঠাৎ ব্যাগ থেকে বের করলেন রঙের ক্যাপসুল। গায়ে ঢেলে ফেললেন লাল রং। রক্ত বোঝাতেই এমনটি করেছেন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা ও যুদ্ধের ফলে সাধারণ ইউক্রেনের বাসিন্দাদের অবস্থা বোঝাতেই এমনটা করেছেন বলে জানিয়েছেন।

Cannes

তবে এই প্রতিবাদী নারীকে নিরাপত্তারক্ষীরা রেড কার্পেটে বেশিক্ষণ থাকতে দেননি। বিষয়টা ছড়িয়ে পড়ার আগেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে উৎসবস্থল থেকে।

তবে এরকম কাণ্ড প্রথম নয়। গত বছরও কান চলচ্চিত্র উৎসবে এমন প্রতিবাদ দেখা গিয়েছিল। সেবারও চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে যখন ক্যামেরায় পোজ দিতে ব্যস্ত তারকারা, ঠিক সেই সময়ই নিরাপত্তার বেড়াজাল ভেঙে রেড কার্পেটে অর্ধনগ্ন হয়ে ঢুকে পড়লেন এক নারী! গায়ে তার আঁকা ইউক্রেনের পতাকা। সঙ্গে লেখা আমাদের ধর্ষণ করা বন্ধ হোক। গোটা কাণ্ড দেখে উপস্থিত অতিথিরা তো হতবাক! মহিলাকে আটকাতে তৎক্ষণাৎ ঘটনার জায়গায় উপস্থিত হন নিরাপত্তারক্ষীরা।