বিনোদন ডেস্ক
২২ মে ২০২৩, ০৩:৪৩ পিএম
মাঝে মধ্যেই মেজাজ হারান জয়া বচ্চন। কখনও সংসদের অন্দরে, কখনও পাপারাজ্জির সামনে। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ভাইরাল হয়েছে। তবে এবার এক ভিডিও ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। রেগে গিয়ে নাকি ঐশ্বরিয়া রাই বচ্চনের মাকেই ধাক্কা মেরেছেন বর্ষীয়ান অভিনেত্রী তথা রাজনীতিবিদ। তা-ও আবার অমিতাভ বচ্চনের সামনে।
ভিডিওটি পুরোনো। সম্ভবত ‘কোচিদাইয়াঁ’ সিনেমার প্রিমিয়ার বা স্ক্রিনিংয়ে। উপস্থিত ছিলেন রজনীকান্তও। রেডিট সাইটের পক্ষ থেকে তা আপলোড করে দাবি করা হয়, ধাক্কা মেরে ঐশ্বর্যর মা বৃন্দার হাত সরিয়ে দিয়েছিলেন জয়া বচ্চন। অমিতাভ, ঐশ্বর্য ও রজনীকান্ত তখন পাশেই ছিলেন।
তাহলে কী ঘটেছিল? নেটিজেন জানান, আসলে জয়া বচ্চন যখন ক্যামেরার সামনে আসেন ঐশ্বর্যর মা বৃন্দা হাত বাড়িয়ে তাকে স্বাগত জানান। জয়াও তার হাতটি ধরে নেন। কিছুক্ষণ ধরেও থাকেন। পরে ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য হাতটি সরিয়ে দেন। আবার পাশ থেকে পরিচালক আর বালকিকেও ডেকে নেন।