images

বিনোদন

অরিজিতের সমালোচনা করে বিপাকে বর্ষীয়ান সংগীতশিল্পী

বিনোদন ডেস্ক

২২ মে ২০২৩, ০৯:২৩ এএম

নিজের গাওয়া গান অরিজিৎ সিংয়ের গলায় রিমিক্স ভার্সন শুনে সমালোচনা করেছিলেন অনুরাধা পাড়ওয়াল। জানিয়েছিলেন, জঘন্য গেয়েছেন অরিজিৎ। এতটাই জঘন্য যে, তিনি নাকি কেঁদে ফেলেছিলেন!

এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বয়ে যায়। বর্ষীয়ান শিল্পীকে একহাত নেন নেটিজেনরা। শেষমেশ বিবৃতি দিয়ে সাফাই দিলেন অনুরাধা। বলিউড হাঙ্গামায় প্রকাশিত খবর অনুযায়ী বিবৃতিতে শিল্পী লিখেছেন, আমি বরাবর রিমিক্সের বদলে অরিজিনাল গানকে প্রাধান্য বেশি দিয়েছি। যে মন্তব্য করেছিলাম তা ‘আজ ফির তুম পে প্যায়ার আয়া’ গান নিয়ে, গায়ককে নিয়ে নয়। রিমিক্স হয়ে তা অরিজিনাল গানের সম্মান রেখেই হওয়া উচিত। নয়ের দশকের গান নিয়ে অনেক রিমিক্স রয়েছে কিন্তু তা আসল গানের মাহাত্ম্য বজায় রেখে হয়নি। আমরাও সংগীত পরিচালকদের সুরেলা শ্রদ্ধা জানিয়েছি মান বজায় রেখে।

এরপরই আবার বর্ষীয়ান সংগীতশিল্পী লেখেন, সংবাদমাধ্যমের কাছে আমার অনুরোধ, দয়া করে এই মন্তব্যকে বিতর্কের রূপ দেবেন না। সারা বিশ্বে আর কতকিছু তো রয়েছে যা নিয়ে আলোচনা করা যায়, তাই না!

বিনোদ খান্না, মাধুরী দীক্ষিত অভিনীত ‘দয়াবান’ সিনেমায় ‘আজ ফির তুম পে..’ গানটি গেয়েছিলেন অনুরাধা পাড়ওয়াল ও পঙ্কজ উদাস। তবে ‘হেট স্টোরি-টু’র জন্য নতুন করে এই গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং ও সমীরা কোপ্পিকার। সেই গান নিয়েই এত কাণ্ড!