images

বিনোদন

শ্রাবন্তীর রূপে মুগ্ধ হলিউড অভিনেতা!

বিনোদন ডেস্ক

১৬ মে ২০২৩, ০৯:৫১ এএম

ইদানিং খুবই আনন্দে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর থাকবেন নাইবা কেন, টলিউড-বলিউড পেরিয়ে একেবারে হলিউড পর্যন্ত ছড়িয়ে পড়েছে তার রূপ! সেই রূপে আবার ঘায়েলও হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জন সিনা। সত্যিই এমনটাই ঘটেছে। তবে পুরো ব্যাপারটাই সোশ্যাল মিডিয়ায়।

ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক। সম্প্রতি ইনস্টাগ্রামে শ্রাবন্তীকে ফলো করা শুরু করেছেন হলিউড অভিনেতা জন সিনা। আর তা দেখেই একেবারে আহ্লাদে আটখান অভিনেত্রী।

John Cena

এই ঘটনার পর শ্রাবন্তী এক সংবাদ মাধ্যমকে বলেন, প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না। ভেবেছিলাম হয়তো ফেক অ্যাকাউন্ট। তবে পরে ভালো করে দেখি অ্যাকাউন্টে ব্লু টিক রয়েছে। সত্যিই খুব আনন্দ লাগছে।

এদিকে ‘বাবুসোনা’ শিরোনামের একটি ছবির কাজ করছেন শ্রাবন্তী। শিশু অপহরনের ঘটনা নিয়ে ছবির গল্প এগিয়েছে। এতে তার নায়ক জিতু কমল। ইতোমধ্যে শুরু হয়েছে শুটিং।