images

বিনোদন

আনুশকাকে কটাক্ষ, জবাব দিলেন বিরাট

বিনোদন ডেস্ক

১১ মে ২০২৩, ০২:০৭ পিএম

বলিউড তারকা আনুশকা শর্মাকে নিয়ে কটাক্ষ করেই চলেছেন নেটিজেনরা। বিষয়টি সহ্যশক্তির বাইরে চলে গেছে স্বামী বিরাট কোহলির। সেকারণেই এবার হলেন প্রতিবাদমুখর। আনুশকাকে খোঁচা দিতেই পাল্টা জবাব দিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ক্রিকেটবাহিনীর সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন অধিনায়ক বিরাট ও আনুশকা। আলোকচিত্রীদের অনুরোধে রেস্তরাঁর বাইরে বেরিয়ে এসে ক্যামেরার সামনে দাঁড়ান তারা। সেসময় কেউ একজন আনুশকাকে ‘স্যার’ বলে সম্বোধন করলে উপস্থিত সবাই হেসে ওঠেন। এরপরই সরব হন বিরাট।

চিত্রগ্রাহকের এই রসিকতায় বিরাট পাল্টা মন্তব্য করেন, “আমাকেও ‘ম্যাম’ ডেকে ফেলুন বরং।” কালো প্যান্টের উপর জংলা ছাপ শার্টে বিরাট আগেই অনুরাগীদের মন কেড়েছিলেন। আনুশকার পরনে এদিন ছিল সাদা স্ট্রাইপ টপ ও সাদা প্যান্ট।

একটি ভিডিওতে দেখা যায় রেস্তরাঁর বাইরে দাঁড়িয়ে আছেন দম্পতি। তখনই চিত্রগ্রাহকের ভুলে সেই মজাদার ঘটনা ঘটে। যদিও ক্ষমা চেয়ে নেন সেই চিত্রগ্রাহক। সেই ভিডিও ভাইরাল হতে হাসির ফোয়ারা ছোটে নেটদুনিয়াতেও। অনেকেই হাসির ইমোজি দিয়ে মন্তব্যে লেখেন, “অনুষ্কা স্যর! বেশ ভালো তো”।

এদিকে প্রথমবারের মতো কান উৎসবে যোগ দিচ্ছেন আনুশকা। ১৭ মে থেকে শুরু হবে কান উৎসব। সেখানে সিনেমা জগতের সঙ্গে যুক্ত নারীদের সম্মানিত করা হবে। সেই পুরস্কার প্রদান করবেন আনুশকা ও কেট উইনসলেট। ২৩ মে পর্যন্ত চলবে এই উৎসব। নিজের প্রথম কান-যাত্রায়ই অভিনেত্রীর মুকুটে যুক্ত হচ্ছে নতুন একটি পালক।