বিনোদন ডেস্ক
১১ মে ২০২৩, ১২:৩৮ পিএম
ক্যারিয়ারের শুরু থেকে কেবলই কঠিন লড়াই। খুব একটা ভালো সময় এখনও পাননি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। এরই মাঝে ব্যক্তিজীবনে অশান্তির জেরে বারবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন তিনি। দক্ষ অভিনয়ের জন্য প্রশংসিত হলেও মনের মতো কাজ পাননি বলিউডে, এই অভিযোগ জানানোর কোনো সুযোগই ছাড়েননি অভিনেতা। নিজেকে পার্শ্বচরিত্রেই আবিস্কার হতে দেখে কোথাও গিয়ে কি ক্ষোভ কাজ করছেন নওয়াজ়ের মনে? ছা়ড়তে চান অভিনয়? নিজেকে সরিয়ে নিতে চাইছেন স্বপ্নের বলিউড থেকে? না, কোনোটাই নয়। কারণ নওয়াজউদ্দিন সিদ্দিকি সবসময় চেয়েছিলেন অভিনয়ের সঙ্গে ওতপ্রোতাভাবে জড়িয়ে থাকতে। তবে এবার আর তাকে চাইলেই পাওয়া যাবে না।
কারণ, অভিনয় নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। এবার থেকে কেবল মাত্রই কেন্দ্রিয় চরিত্রেই অভিনয় করবেন তিনি। শাহরুখ খান-সালমান খানদের সঙ্গে অভিনয় করবেন না, তাও নয়। তবে সেই চরিত্রের দাপট থাকা জরুরি। প্রয়োজনে নিজে টাকা দেবেন। কিন্তু পার্শ্বচরিত্রে আর ফিরবেন না তিনি।
নওয়াজের কথায়, বর্তমানে বক্সঅফিস আয় নিয়ে চর্চা বেশ তুঙ্গে। অতীতে ছবির ব্যবসা নিয়ে এতটা আলোচনা হতো না। কেন ছবির বাজেট থেকে শুরু করে ছবির আয়, কোন খাতে কত খরচ, স্টারদের পারিশ্রমিক, সবটাই চর্চায়। তবে ছবি হিট বা ফ্লপের দায় কারণ কখনও অভিনেতা কিংবা পরিচালকের কাঁধে বর্তায় না। কারণ তারা শিল্পের সঙ্গে যুক্ত। এবার এমনটাই মত প্রকাশ করলেন নাওয়াজউদ্দিন সিদ্দিকি। তিনি সাফ জানিয়েছিলেন, ছবির প্রযোজক ছবির খাতে কত টাকা ব্যয় করছেন, তার ওপর নির্ভর করে ছবি হিট না ফ্লপ। আর যদি কোনো ছবির স্টার ১০০ কোটি রুপি পারিশ্রমিক নেয়, তবে ছবির বাজেট বেড়ে যায়, যা ঘরে তুলতে না পারলেই ছবি ফ্লপের তকমা পায়।