images

বিনোদন

ম্যাডিসন স্কয়ার গার্ডেন মাতাবে ‘চিরকুট’

বিনোদন ডেস্ক

৩১ মার্চ ২০২২, ০১:০৬ পিএম

ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। ১৯৭১ সালের ১ আগস্ট হাজার হাজার মাইল দূরের যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে রচিত হয়েছিল এক অনন্য ইতিহাস।

যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের নিরীহ মানুষের সাহায্যার্থে সেদিন আয়োজিত হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’। বাংলাদেশের পক্ষে সুরের ঝংকার তুলে বিশ্ব বিবেক নাড়িয়ে দিয়েছিলেন মানবতাপ্রেমী একদল শিল্পী।

Scoropions
‘স্করপিয়নস’ ব্যান্ডের সদস্যরা । ছবি: সংগৃহীত

সেই ম্যাডিসন স্কয়ারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত কনসার্টে বাংলাদেশের জন্য গাইবেন বিখ্যাত জার্মান ব্যান্ড ‘স্করপিয়নস’। তাদের সঙ্গে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’।

কনসার্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়েছে ‘স্করপিয়নস’। সেখানে বলা হয়েছে, শুক্রবার (৬ মে) বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে নিয়ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ঐতিহাসিক কনসার্ট করতে প্রস্তুত ‘স্করপিয়নস’। সুবর্ণজয়ন্তীর এই কনসার্টে আরও থাকবে দেশটির জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’।”

Chirkutt
‘চিরকুট’ ব্যান্ডের ভোকাল সুমি ও অন্যান্য সদস্যরা । ছবি: ফেসবুক

এদিকে ‘চিরকুট’ও ফেসবুকে এক বিবৃতিতে বলেছে, “ব্যান্ড মিউজিকের ইতিহাসে সেরা ব্যান্ড ‘স্করপিয়নস’ ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘গোল্ডেন জুবিলি কনসার্ট ফর বাংলাদেশে’ পারফর্ম করবে। তাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবে আপনাদের ভালোবাসার ‘চিরকুট’ ব্যান্ড। আমাদের ২০ বছর পূর্তি উদযাপন এর চেয়ে বড় হতে পারে না। আমরা বিশ্বাস করি, এটা পুরো দেশের জন্যই একটা গৌরবের মুহূর্ত। এবং আবারও বিশ্বের দরবারে দেশের মশাল বহন করা আমাদের জন্য অনেক বড় সম্মান ও দায়িত্বের।”

আকাঙ্ক্ষিত এই কনসার্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রবাসীরা। তারা চাইছেন, খানিকটা সময়ের জন্য হলেও ইতিহাসের গায়ে হাত বোলাতে।

আরএসও