বিনোদন ডেস্ক
২৯ এপ্রিল ২০২৩, ০৮:৩৬ পিএম
ফের বাবা হতে চলেছেন বলিউড তারকা অর্জুন রামপাল। দীর্ঘদিনের প্রেমিকা গ্যাব্রিয়েলা ডিমিত্রিয়াদেজের গর্ভে তার দ্বিতীয় সন্তান। সংবাদটি সামাজিক মাধ্যমে গ্যাব্রিয়েলা নিজেই জানিয়েছেন।
নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি প্রকাশ করেছেন গ্যাব্রিয়েলা। সেখানে দেখা গেছে, বাদামী রংয়ের গাউন পরে আছেন গ্যাব্রিয়েলা। কাঁধে ছড়ানো ঘন কালো চুল। আলতো হাতে স্পর্শ করে রয়েছেন নিজের স্ফীতোদর। ছবি দেখে মনে হচ্ছে সন্তান ধারণের খবর দিতেই নিজেকে নেট দুনিয়ায় এভাবে মেলে ধরেছেন তিনি।
তবে ছবির ক্যাপশনে কিঞ্চিৎ রহস্য রেখেছেন দক্ষিণ আফ্রিকার এই মডেল ও ডিজাইনার। তিনি লিখেছেন, ‘বাস্তব, না কি কৃত্রিম মেধার কারসাজি?’’ নেটাগরিকদের জন্য এ প্রশ্ন রেখেছেন গ্যাব্রিয়েলা।
এতে কিছুটা দ্বিধায় পড়ে গেছেন অর্জুন অনুরাগীরা। সত্যিই কি অর্জুন রামপালের কোলে আসতে চলেছে তার ও গ্যাব্রিয়েলার দ্বিতীয় সন্তান নাকি অন্যকিছু? পোস্টের মন্তব্যের ঘরে এমন প্রশ্ন রেখে গেছেন তারা।
২০১৮ সালে হৃদয়ঘটিত সম্পর্কে জড়ান অর্জুন-গ্যাব্রিয়েলা। ২০১৯ সালে প্রাক্তন স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে প্রায় দুই দশকের দাম্পত্য জীবনে ইতি টানেন তিনি। এদিকে প্রথম স্ত্রীর সঙ্গে লেনাদেনা চুকানোর কয়েক মাস পরই অর্জুন ও গ্যাব্রিয়েলার কোলে আসে তাদের প্রথম সন্তান অ্যারিক। তার তিন বছর পর দ্বিতীয় সন্তান আসতে চলেছে এ জুটির ঘরে। তবে কাগজে কলমে এখনও জীবনসঙ্গী হননি অর্জুন-গ্যাব্রিয়েলা। হৃদয়ের ওপর নির্ভর করেই বেঁধেছেন সংসার।