images

বিনোদন

বিচ্ছেদের পথে হাঁটলেন ইন্দ্রনীল-বরখা!

বিনোদন ডেস্ক

২৭ এপ্রিল ২০২৩, ০৯:২৬ এএম

গুঞ্জন ছিল বহু আগে থেকেই। এবার ব্যাপারটা আর রটনা নেই। বরং ঘটনাই। খবর অনুযায়ী, সম্পর্ক একেবারে ভাঙতে চলেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিষ্ট! 

ভারতীয় এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকার বরখা জানান, ইন্দ্রনীলের সঙ্গে খুব শিগগিরই ডিভোর্স হতে চলেছে। যদিও ইন্দ্রনীলের সঙ্গে ডিভোর্সের সিদ্ধান্ত জীবনের সবচেয়ে কঠিন কাজ বললেন তিনি। 

শোনা যাচ্ছে ইন্দ্রনীলকে নাকি বিবাহবিচ্ছেদের চিঠিও পাঠিয়েছেন বরখা। তবে এ ব্যাপারে বরখা ও ইন্দ্রনীল দুজনেই মুখ খুলতে নারাজ। বেশ কয়েক বছর ধরেই নাকি বরখাকে ছেড়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে ইন্দ্রনীল রয়েছেন তার বাড়ির লোকজনের সঙ্গে। 

গুঞ্জনে রয়েছে, টলিপাড়ার এক নায়িকার সঙ্গে ইন্দ্রনীলের ঘনিষ্ঠ সম্পর্ক। আর তার জেরেই নাকি ১৩ বছরের দাম্পত্যে ফাটল ধরল বরখা ও ইন্দ্রনীলের। তবে এই ব্যাপারে কিন্তু সেই নায়িকাও মুখ খুলতে নারাজ।