বিনোদন ডেস্ক
২১ এপ্রিল ২০২৩, ০৩:২৪ পিএম
দিন ফুরালেই রাত আর রাত ফুরালেই ঈদ। এদিন ঘিরে উন্মাদনার শেষ নেই ইসলাম ধর্মের অনুসারীদের। সকল শ্রেণির সকল অঙ্গনের মানুষই বেশ জমিয়ে পালন করে থাকেন দিনটি। এই তালিকায় রয়েছেন সংগীতশিল্পী সালমা। দিনটি স্বজনদের সঙ্গে কাটাতে ভালোবাসেন তিনি। তবে তাকে নাড়া দিয়ে যায় শৈশবের ঈদ।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সালমা বলেন, শৈশবের ঈদকে খুব মিস করি। দুরন্ত বালিকা সালমার নির্ভয়ে ছুটে চলা দিনগুলো মিস করি। তখন ঈদে অনেক টাকা সালামি পেতাম। কোনো পিছুটান ছিল না, চিন্তাভাবনা ছিল না। যা মন চায় করতে পারতাম। ভয় একটাই ছিল, মা–বাবা রাগ করবেন, এ–ই যা! তখন কোনো দায়িত্ব ছিল না। এখন তো সেই দিনগুলো আর ফিরে পাব না। পরিবার, স্বামী, সন্তান—সবার দায়িত্ব পালন করতে হয়।
এ সময় সালামি প্রসঙ্গে তিনি বলেন, এখন সালামি দিতে হয়, কিন্তু পাই না! ভাবি, স্বামীর কাছে সালামি চাইব, কিন্তু শেষ পর্যন্ত ওর কাছ থেকে সালামি চাওয়ার ব্যাপারটা হয়ে ওঠে না। তবে আমরা একে অন্যের জন্য কেনাকাটা করি।
সালমার শ্বশুরবাড়ি ময়মনসিংহ। এবার সেখানেই ঈদ পালন করবেন তিনি। এ লক্ষ্যে এরইমধ্যে চুলে গেছেন ময়মনসিংহ। নিজ হাতে রেঁধে খাওয়াচ্ছেন শ্বশুরবাড়ির সদস্যদের।