বিনোদন ডেস্ক
২১ এপ্রিল ২০২৩, ০২:১৭ পিএম
সম্প্রতি আইনি জটিলতায় জড়িয়েছেন ভারতীয় র্যাপার হানি সিং। হেনস্তা ও অপহরণের অভিযোগে মামলা করা হয়েছে তার নামে। এবার এই তালিকায় নাম উঠল র্যাপার বাদশার। শিবঠাকুরকে অপমান করার অভিযোগে থানায় মামলা করা হয়েছে তার নামে।
সম্প্রতি মুক্তি পেয়েছে বাদশারর ‘সনক’ নামের গান। এরইমধ্যে সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে গানটি। ইউটিউবে এই গানের ভিউ প্রায় ১ কোটি ৯০ লক্ষ। এরপরও বিপত্তি ছাড়েনি।
হিন্দু সংস্থাসহ মহাকাল সেনা ও পূজারি মহাসংঘ বাদশার ২ মিনিট ১৫ সেকেন্ডের ওই গানে ভোলানাথের নাম মুছে ফেলার দাবি জানিয়েছেন। যদিও গানে বাদশা নিজেকে শিবের ভক্ত বলেই দাবি করেছেন। তবু মানতে নারাজ মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত।
কেননা তাদের মতে, গান শুরু হওয়ার ৪০ সেকেন্ডের মাথায় শিবকে নিয়ে অশ্লীল শব্দ ব্যবহার করেছেন। এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি বাদশা।
এর আগে ইভেন্ট প্রতিষ্ঠানের মালিককে হেনস্তা ও হুমকির অভিযোগে মামলা হয়েছে হানি সিংয়ের নামে। এ নিয়ে হানির অনুরাগীরা বেশ উদ্বিগ্ন। তার মাঝে দুশ্চিন্তার ভাঁজ পড়ল বাদশার ভক্তদের কপালে।