images

বিনোদন

মা হচ্ছেন এই টলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক

১৫ এপ্রিল ২০২৩, ০২:০১ পিএম

টলিউড অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর বাড়িতে খুশির হাওয়া। মা হতে চলেছেন তার বড় বউমা। অর্থাৎ সব্যসাচীর বড় ছেলে অভিনেতা গৌরব চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী ঋদ্ধিমা চক্রবর্তী অন্তঃসত্ত্বা। পয়লা বৈশাখের দিনই সোশ্যাল মিডিয়ার হাত ধরে সুখবর দিলেন টলিউডের মিষ্টি দম্পতি ঋদ্ধিমা ও গৌরব।

গৌরবের সঙ্গে ছবি পোস্ট করে ঋদ্ধিমা লিখলেন, নতুন যাত্রা শুরু করতে চলেছি। নববর্ষের এই শুভ দিনে সবাইকে জানাতে চাই, আমাদের কোল আলো করে আসতে চলেছে নতুন সদস্য। সকলের কাছে আশীর্বাদ চাইছি।

বহুদিন থেকেই সিনেমার পর্দা থেকে গায়েব ছিলেন ঋদ্ধিমা। এমনকি, টলিপাড়ার কোনো পার্টিতেও তাকে দেখা যেত না। কেন সবার আড়ালে ছিলেন তিনি—তা এবার স্পষ্ট করলেন খোদ অভিনেত্রী। সব মিলিয়ে এখনও চক্রবর্তী পরিবারে বেশ খুশির হাওয়া। গৌরব ও ঋদ্ধিমাকে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার তারকারা।