বিনোদন ডেস্ক
০৯ এপ্রিল ২০২৩, ০৫:০২ পিএম
দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ভেঙে গেল মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালনের। অর্ধযুগ চুটিয়ে প্রেম করেছেন টেইলর-অ্যালেন। ফলে কারও অজানা ছিল না তাদের হৃদয়ঘটিত সম্পর্কের কথা।
হলিউডের প্রথম সারির গণমাধ্যমকে টেইলর-অ্যালেনের বিচ্ছেদের কথা জানিয়েছেন তাদের ঘনিষ্ঠজনেরা। তারা জানান, দুই তারকার বিচ্ছেদ বন্ধুত্বপূর্ণ ছিল। কোনও অতিনাটকীয়তা তাদের মধ্যে দেখা যায়নি। সুইফট যখন তার ‘ইরাস’ সফরে ব্যস্ত তখনই বিচ্ছেদ ঘটে। এই সফরে জো ওরফে বয় ‘ইরাজড’-এরও যাওয়ার কথা ছিল। কিন্তু অভিনেতাকে দেখা যায়নি।
ঘনিষ্ঠদের দাবি, তখনই বিচ্ছেদ হয়েছে তাদের। একারণেই অ্যালউইনকে কোনও শো-তে দেখা যায়নি। প্রসঙ্গত, এত বছরের সম্পর্ককে তারা সম্পূর্ণ ব্যক্তিগত রেখেছিলেন। বাগদানের গুজবকেও অস্বীকার করেছিলেন। হলিউড বলছে, ২০১৬ সালে তাদের সম্পর্কের শুরু। অতিমারিতে এক সঙ্গে গানও বাঁধেন তারা। যার পরিণাম গ্র্যামি অ্যাওয়ার্ড।
এদিকে টেইলর-অ্যালেনের বিচ্ছেদের খবর শুনে হতাশ তাদের অনুরাগীরা। প্রিয় তারকাদের দুটি পথ দুদিকে বেঁকে যাওয়ার ঘটনা তারা মানতেই পারছেন না।