বিনোদন ডেস্ক
০৮ এপ্রিল ২০২৩, ০১:৪১ পিএম
জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তার ছোট ভাই জুনায়েদ সামি। তার বিরুদ্ধে স্ত্রীর পর্ন ভিডিও তৈরির অভিযোগ এনেছেন। এ প্রসঙ্গে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন আদনান সামির ভাই। অগ্রজের নামে আরও একাধিক অভিযোগ এনেছেন সেখানে।
নিজের ফেসবুকে জুনায়েদ জানিয়েছেন, আদনান তার দ্বিতীয় স্ত্রী সাবাহ গলদারির যে আপত্তিকর ভিডিও বানিয়েছেন, সেটি নাকি আদালতে পেশ করেন। তা দেখে আদালতে অজ্ঞান হয়ে পড়েছিলেন তার স্ত্রী।
আদনান সামির ভাই দাবি করেন, ২০০৭-২০০৮ সাল নাগাদ আদনান তার দ্বিতীয় স্ত্রীর সাবাহর ঘনিষ্ঠ দৃশ্যের ভিডিও বানান। জুনায়েদ লিখেছেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠ মুহূর্তে থাকতেই পারে। তবে সেটা লোকসমাজে আনা নিষ্প্রয়োজন। শুধু তা-ই নয়, আদালতে ওই ভিডিও পেশ করে বলেন, এটা ওর বানানো নয়, সাবাহর প্রেমিকের তৈরি। সেদিন আদালতে আমি ছিলাম, সবটা শুনেছিলাম। সেই সময় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তার দ্বিতীয় স্ত্রী।’
পাকিস্তানের প্রতি ক্ষোভ রয়েছে গায়ক আদনান সামির। বিভিন্ন সময় তা প্রকাশ করেছেন তিনি। একবার ক্ষোভ ঝাড়তে গিয়ে জানিয়েছিলেন, তার জন্ম পাকিস্তানে নয়, ইংল্যান্ডে। এই বিষয়টিকে মিথ্যাও বলে দাবি করেছেন জুনায়েদ।
তিনি লিখেছেন, ‘আদনান সামি যে বলে বেড়ায়, ওর জন্ম ইংল্যান্ড বা অন্য কোনও দেশে, সে তথ্য একেবারেই ভুল। ওর জন্ম পাকিস্তানের রাওয়াল পিন্ডি হাসপাতালে, ১৫ অগস্ট, ১৯৬৯ সালে। আমিও একই হাসপাতালে জন্মেছি, ১৯৭৩ সালে।’
ওই পোস্টে জুনায়েদ সামি আরও জানান, আদনান ইংল্যান্ডে পড়তে গিয়ে পরীক্ষায় পাশ করতে পারেননি। লাহোর থেকেই নাকি শেষমেশ ডিগ্রি নেন। জুনায়েদের দাবি, একটি নয়, একাধিক মিথ্যাচারে অভ্যস্ত আদনান।