বিনোদন ডেস্ক
২৮ মার্চ ২০২২, ০৩:১৫ পিএম
দেড় দশক ধরে বাংলা বাণিজ্যিক ছবিকে একাই কাঁধে টানছেন শাকিব খান। ঢালিউডের প্রায় সব নায়িকার সঙ্গে অভিনয় করেছেন তিনি। এমনকি টলিউড নায়িকাদের সঙ্গেও রসায়ন জমিয়েছেন পর্দায়।
অভিনয় দক্ষতার মাধ্যমে কলকাতার প্রথম সারির নায়িকাদের সমীহ আদায় করে ছেড়েছেন তিনি। আর তাই গঙ্গাপাড়ের সুন্দরীরা পদ্মাপাড়ের এই সুপারস্টারের সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকেন। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে শিকারি ও ভাইজান এলো রে শিরোনামের দুটি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী। এই নায়িকার কাছে ঢালিউড কিং যেন মাটির মানুষ।
শ্রাবন্তী বলেন, ‘শাকিব আমার খুব পছন্দের। তিনি ডাউন টু আর্থ। চুপচাপ থাকতে পছন্দ করেন। কিন্তু যখন শাকিব কোনো কথা বলেন তখন সেটা সবথেকে বেশি হাসির হয়। টাইমিং বোঝেন। কখন কোন কথা বলতে হয় সেটা ভালো করে জানেন। দুর্দান্ত অভিনয় করেন তিনি। এর কারণেই তিনি বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার শাকিব খান।’
নবাব ও চালবাজ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। এই ছবি দুটিও যৌথ প্রযোজনার ছিল। তাদের জুটি দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করে।
শাকিব প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘শাকিব যে বাংলাদেশের এত বড় স্টার, সেটা বোঝাই যায় না। ভীষণ ডাউন টু আর্থ। খুব ডেডিকেটেড। সারাক্ষণ কাজের মধ্যে থাকেন। কথা কম বলেন। পাঁচটি কথা বললে একটির উত্তর দেন। কথা বলার সময় খুব মিষ্টি করে হাসেন।’
ভাইজান এলো রে সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন পায়েল সরকার। তার মতে, শাকিব বাংলাদেশের সেরা নায়ক।
পায়েলের কথায়, ‘বাংলাদেশের বড় সুপারস্টার শাকিব খান। কিন্তু তার ব্যবহারে সেটা বোঝা যায় না। ভেরি ডাউন টু আর্থ। খুব ভালো অভিনয় করেন। পরিচালকের নির্দেশনা মেনে কাজ করেন। সুপারস্টার সুলভ কোনো ভাব তার মধ্যে দেখা যায় না। সেটে কখনও প্রকাশা করেন না যে, তিনি এত বড় স্টার।’
সম্প্রতি ঢালিউডের অন্তরাত্মা সিনেমায় অভিনয় করে গেছেন দর্শনা বণিক। এই ছবিতে তিনি শাকিবের সঙ্গে অভিনয় করেছেন। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।
দর্শনা বলেন, ‘শাকিব তো বাংলাদেশের মেগাস্টার। পশ্চিমবঙ্গেও তিনি অনেক জনপ্রিয়। তার সঙ্গে কাজ করতে পারাটা আমার কাছে ভাগ্যের ব্যাপার। দারুণ একজন মানুষ তিনি। খুবই সহযোগিতাপূর্ণ। সিনেমা নিয়ে, তার কাজ নিয়ে দারুণ প্যাশনেট। তাছাড়া শাকিব খান দেখতে খুব সুন্দর।’
এদিকে টলিউডের কয়েকটি সিনেমায় অভিনয়ের কথা চলছে শাকিব খানের। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে কলকাতায় যাওয়ার কথা আছে তার। ব্যাটে-বলে মিলে গেলে হয়ত আবারও কোনো টলিউড নায়িকার সঙ্গে পর্দায় দেখা যেতে পারে তাকে।
আরএসও