বিনোদন ডেস্ক
০২ এপ্রিল ২০২৩, ০১:৩১ পিএম
টলিউড সুপারস্টার জিতের শুরুটা মোটেও মসৃণ ছিল না। এর একটি বড় কারণ তার ভাষাগত দুর্বলতা। সিন্ধি পরিবারের সন্তান হওয়ায় বাংলা বুঝতে পারলেও বলতে পারতেন না। এটাই বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তার জন্য। এ প্রতিবন্ধকতা দূর করতে শিখতে হয়েছিল বাংলা। কীভাবে তিনি রপ্ত করেছিলেন বাংলা ভাষা সেই গল্প উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে।
২০০২ সালে সাথী ছবির মাধ্যমে টলিউডে যাত্রা শুরু জিতের। কিন্তু বাংলা বলতে না পারায় শুটিং চলাকালীন প্রযোজক-পরিচালক স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই ছবির ডাবিং জিৎ করতে পারবেন না। তবে হাল ছাড়েননি এ অভিনেতা।
এ প্রসঙ্গে জিৎ বলেছিলেন, প্রথমেই হরদা (হরনাথ চক্রবর্তী), ‘মনি-শ্রীকান্ত (মহেন্দ্র সোনি, শ্রীকান্ত মোহতা) বলেছিল অন্য কাউকে দিয়ে তারা এই ছবির জন্য ডাবিং করাতে চান। আমি একটা চান্স চেয়ে নিয়েছিলাম। বলেছিলাম, আমাকে একদিন সুযোগ চেয়ে নিয়েছিলাম। একদিন আমাকে চান্স দিও, না পারলে অন্য কাউকে দিয়ে করিও। এরপর ডাবিং স্টুডিওতে গিয়ে আমি ফলো করি অন্যদের। শুটিং শেষ হওয়ার পর আর ডাবিং-এর মাঝে আমি বাংলা খবরের কাগজ নিয়ে পড়তাম আর সেটা রেকর্ড করতাম। আমি নিজেই শুরুতে যখন শুনছি মনে হচ্ছে, এটা বাঙালির গলা নয়। এরপর সেই চেষ্টা চালিয়ে যেতে থাকি।’
তিনি আরও বলেছিলেন, ‘আমি তো জয়েন্ট পরিবারে বড় হয়েছি। আমার জেঠু একদিন এসে বললেন, বা়ড়িতে বাংলা খবর কে শুনছে? তখন বুঝলাম যাক আমি তাহলে সফল।’
বর্তমানে ভাষাগত দুর্বলতা নেই জিতের। দাপিয়ে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্রপাড়া। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত চলচ্চিত্র চেঙ্গিজ। ঈদে টলিউড, বলিউডে একযোগে মুক্তি পাবে ছবিটি।
আরআর