বিনোদন ডেস্ক
২৭ মার্চ ২০২৩, ১০:৪৭ এএম
ড্যানিয়েল র্যাডক্লিফের ঘরে আনন্দের খবর। সন্তান আসার অপেক্ষায় আছেন হ্যারি পটার এবং তার প্রেমিকা। খুশির খবর দিলেন খোদ জাদুকর। বেশ কিছুদিন আগে প্রেমিকা এরিন ডার্কের সঙ্গে ড্যানিয়েলকে দেখা গিয়েছিল, যেখানে এরিনের বেবি বাম্প লক্ষ্য করেন ভক্তরা। সম্প্রতি নায়কের প্রতিনিধি এই খবর নিশ্চিত করেছেন।
২০১৩ সালে ‘কিল ইওর ডার্লিংস’ ছবির শুটিংয়ে আলাপ হয়েছিল এরিন ও ড্যানিয়েলের। তারপর প্রায় ১০ বছরের প্রেম দুই তারকার। এবার তাদের ঘরে খুশির হাওয়া। সন্তান আসার অপেক্ষা করছেন তারা। ৩৩ বছরের ড্যানিয়েল, ৩৮ বছরের এরিন নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন।
ড্যানিয়েল আর এরিনের সেই ছবি এখন ভাইরাল। কালো কো অর্ড সেট আর চেক চেক ওভারকোটে দেখা গিয়েছিল এরিনকে। সেখানেই স্পষ্ট ছিল তার বেবি বাম্প। পাশে দাঁড়িয়ে ড্যানিয়েল। মাথায় শীতের টুপি। রাস্তা পারাপার করছিলেন যুগল। ছবিটি শেয়ার হয়েছে ড্যানিয়েলের ফ্যান পেজ থেকে। ভক্তদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে সেই ছবির মন্তব্যের ঘর।