বিনোদন ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ০৩:১৮ পিএম
সম্প্রতি আঘাত হানা ভূমিকম্পে পাকিস্তানে নয়জন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত ৪৪ জন। আফগানিস্তানেও দুই জন মারা গেছেন। উজবেকিস্তান, তাজাকিস্তানের মতো ভারতেও পড়েছে এর প্রভাব।
সে সময় এ ভূমিকম্পে উত্তেজিত হয়ে পড়েন দেশটির ছোটপর্দার অভিনেত্রী অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি। সামাজিক মাধ্যমে ভূমিকম্প নিয়ে এমন অনুভূতির অভিনেত্রী নিজেই প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২১ মার্চ) উত্তর ভারতের বেশকিছু জায়গা ভূমিকম্পের ফলে কেঁপে ওঠে। দিব্যঙ্কা তার ইনস্টাগ্রাম স্টোরিতে জীবনে প্রথমবার ভূমিকম্প দেখার অভিজ্ঞতার কথা প্রকাশ করে লেখেন, ‘বিষয়টা খুবই উত্তেজক, কারণ, জীবনে প্রথম ভূমিকম্প অনুভবের অভিজ্ঞতা হল আমার। মহল্লার প্রতিবেশীরা নীচে এসে জড়ো হয়েছেন। আমি রোমাঞ্চ উপভোগ করছি, তবে ভূমিকম্পের তীব্রতা আরও বাড়লে কী হবে, জানি না।’
কিন্তু স্টোরিতে মনের কথা প্রকাশের পরই সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। তার মন্তব্য অবিবেচকের মতো বলে মনে করছেন অনেকে।
কেউ লিখেছেন, ‘প্রাকৃতিক বিপর্যয় কোনও ঠাট্টার বিষয় নয়।’ আর একজন লিখেছেন, “মানুষজন ভয় পেয়ে গিয়েছিল। তাদের সব কিছু হারিয়ে ফেলার ভয় ছিল। সত্যিই বিষয়টা ‘উত্তেজক’ অভিনেত্রীর কাছে? ” তবে বিষয়টি নিয়ে আর কোনো কথা বলেননি দিব্যাঙ্কা।
আরআর