বিনোদন ডেস্ক
২১ মার্চ ২০২৩, ০৮:৪২ পিএম
বলিউডের মুখরা রমণী হিসেবে পরিচিত কঙ্গনা রণৌত। কাউকে ছেড়ে কথা বলেন না তিনি। যখন তখন সামাজিক মাধ্যমে যাকে তাকে খোঁচা দেন। এবার আর সেরকম কিছু করলেন না। এ অভিনেত্রী ফিরে গেলেন তার কলেজ জীবনের দিনগুলিতে। হয়ে পড়লেন স্মৃতিকাতর।
নিজের ইনস্টাগ্রামে কলেজ জীবনের কিছু ছবি প্রকাশ করেছেন কঙ্গনা। ছবিতে তার কলেজের প্রিন্সিপালও রয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ডিএভি কলেজে হস্টেলের প্রথম দিন, আমার পোশাকের জন্য আমাকে ডেকেছিলেন অধ্যক্ষা মিসেস সচদেবা। আমাকে ডেকে উনি জিজ্ঞাসা করেন, আমি কোথা থেকে এসেছি। আমি উত্তর দেই, আমি হিমাচলের মেয়ে। তারপর উনি জিজ্ঞাসা করেন, আমার পোশাক কোথা থেকে কিনেছি। আমি বলি, এটা আমার ডিজ়াইন করা, আর আমাদের গ্রামের দর্জি সেলাই করে দিয়েছেন। তারপরই কঙ্গনাকে কাছে টেনে তিনি বলেছিলেন, এক দিন দেশের অনেক বড় তারকা হয়ে উঠবেন তিনি।
ভারতের হিমাচল প্রদেশের মেয়ে কঙ্গনা। বড় হয়ে চণ্ডীগড়ের ডিএভি কলেজে পড়তে আসেন তিনি। সেসময় কলেজের অধ্যক্ষের পদে ছিলেন মিসেস সচদেবা। কঙ্গনাকে দেখেই তাকে নিয়ে এ ভবিষ্যৎবাণী করেছিলেন মিসেস সচদেবা।
আরআর