বিনোদন ডেস্ক
১৫ মার্চ ২০২৩, ০৫:২৪ পিএম
ক্যারিয়ারের শুরুতেই টিভি পর্দায় নিজেকে ভিন্নভাবে মেলে ধরেছিলেন অভিনেতা সজল নূর। ‘ভার্জিন তাকদুম তাকদুম’ নামের সে অনুষ্ঠানে ফ্যাশন ও বাচনভঙ্গি দিয়ে বুঝিয়েছিলেন সময়ের চেয়ে এগিয়ে তিনি। এরপর কেটে গেছে দীর্ঘদিন। এই সময়টা ব্যস্ততাকে সঙ্গী করেই পথ চলছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনের সঙ্গী এখনও জোটাননি সজল। এবার তিনি মুখ খুললেন এ প্রসঙ্গে। সংবাদমাধ্যমকে জানালেন, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।
এ প্রসঙ্গে সজল বলেন, ‘কবে বিয়ে করছি সেই প্রশ্ন এতদিন শুনতে শুনতে বেশ ক্লান্ত ছিলাম। সহকর্মীসহ সবার সঙ্গে ভালো সম্পর্ক আমার। তারাও জানতে চাইতেন এ ব্যাপারে। কিন্তু বিয়ে তো চাইলেই হঠাৎ করে সম্ভব নয়। এ জন্য পারিবারিক প্রস্তুতির প্রয়োজন।’
এরপর এ অভিনেতা বলেন, ‘আমার মা-বাবা চান আমি বিয়ে করি। এখন বিয়ের বিষয়টি তাদের ওপরই ছেড়ে দিয়েছি। মাঝে অসুস্থ ছিলেন বাবা। এখন কিছুটা সুস্থ। সবমিলে আমার পরিবারের সদস্যরাই বিয়ের ব্যবস্থা করছেন। হয়তো শিগগিরই হয়ে যাবে।’
তবে বিয়ের দিনক্ষণ এখনও ঠিক করেননি সজল। এ বিষয়ে তিনি বলেন, ‘দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এ কারণে এখনই বলতে পারছি না। এতটুকু নিশ্চিত, এ বছরই বিয়ে করব ইনশা আল্লাহ্।’
সম্প্রতি সজল নাম লিখিয়েছেন ওটিটি মাধ্যমে। ‘দ্য সাইলেন্স’ নামের একটি ওয়েব সিরিজে ভিন্নধর্মী এক চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়া ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত চলচ্চিত্র ‘জ্বীন’। এতে তার বিপরীতে আছেন পূজা চেরী।
আরআর