images

বিনোদন

ভাগ্নিকে বিয়ে করেছেন সব্যসাচী

বিনোদন ডেস্ক

১২ মার্চ ২০২৩, ০৪:২০ পিএম

পশ্চিমবঙ্গের প্রথম সারির অভিনেতাদের তালিকা করলে শুরুর দিকেই নাম আসবে সব্যসাচী চক্রবর্তীর। সৌমিত্রর পরই ফেলুদা চরিত্রে বাঙালির মন জয় করে নিয়েছেন তিনি। এছাড়া তার পাঁচ দশকের ক্যারিয়ারে অন্যান্য চরিত্রেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন।

অভিনয় জীবনের মতো সব্যসাচীর ব্যক্তিগত জীবনও বেশ মসৃণ। গুজব কিংবা কেলেঙ্কারির স্থান নেই সেখানে। স্ত্রী ও অভিনেত্রী মিঠু চক্রবর্তীর হাতে নিজকে তুলে দিয়ে নিশ্চিন্তে আছেন তিনি। অন্য কোনো নারী স্থান পায়নি তার জীবনে। এবার শোনা গেল অন্য কথা। স্ত্রী মিঠু ছিলেন তার বোনের মেয়ে। ভাগ্নিকে বিয়ে করেছেন সব্যসাচী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে সব্যসাচীর আপন বোনের মেয়ে নন মিঠু। শোনা যায়, মিঠুর মায়ের দূর সম্পর্কের ভাই ছিলেন সব্যসাচী। সেই সূত্রে দুই পরিবারের মধ্যে আলাপ অনেক আগে থেকেই ছিল। মিঠু ও সব্যসাচীর পরিবার একে-অপরকে বহু আগে থেকেই চিনতেন। তাই তাদের বিয়েটা হয়েছে পারিবারিকভাবেই। দুই পরিবারের কারও অমত ছিল না সব্যসাচী-মিঠুর চার হাত এক হওয়ায়।

ছোট থেকেই সব্যসাচী মিঠুর মুখ থেকে মামা ডাকটাই শুনে এসেছেন। অথচ এখন তাদের দীর্ঘদিনের দাম্পত্য জীবন। অনেকগুলো বছর সুখ দুঃখ ভাগ করে পার করে দিলেন তারা।

আরআর