images

বিনোদন

মাদক–কাণ্ডে জড়িয়ে সিরিজ থেকে বাদ পড়লেন কোরিয়ান অভিনেতা

বিনোদন ডেস্ক

০৫ মার্চ ২০২৩, ০৪:৩৯ পিএম

মাদক–কাণ্ডে জড়িয়ে ওয়েব সিরিজ থেকে বাদ পড়লেন কোরিয়ান অভিনেতা ইয়ো আহ ইন। নেটফ্লিক্সের জন্য নির্মিতব্য সিরিজ ‘হেলবাউন্ড’-এ অভিনয় করার কথা ছিল তার। কিন্তু মাদক কাণ্ডে নাম আসায় ছিটকে পড়লেন তিনি। কোরিয়া টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

২০২১ সালে মুক্তি পায় সিরিজ ‘হেলবাউন্ড’-এর প্রথম কিস্তি। সেখানে ইয়ো আহ ইনকে দেখা গেছে একজন ধর্মীয় নেতা চরিত্রে। এতে অভিনয় করে বেশ আলোচিত হয়েছিলেন তিনি। ২০২১ সালে নেটফ্লিক্সের সবচেয়ে বেশিবার দেখা সিরিজের তালিকায় ছিল আলোচিত সিরিজটি।

সিরিজটির দ্বিতীয় অধ্যায়েও অভিনয়ের কথা ছিল ইয়োর। কিন্তু মাদকই কাল হলো তার জন্য। অবশ্য মাদক কাণ্ডে ইয়োর নাম জড়ানো নতুন কিছু না। এর আগেও কোকেন, প্রপোফল, গাঁজাসহ বেশ কয়েক ধরনের মাদক নেওয়ার প্রমাণ পেয়েছে পুলিশ। সেকারণে তাকে নিয়মিত জিজ্ঞাসাবাদ করছে সিউল মেট্রোপলিটন পুলিশ।

ইয়োর ক্যারিয়ার শুরু হয় ২০০৩ সালে। সে বছর একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে সামনে এনেছিলেন তিনি। এরপর পেছনে তাকাতে হয়নি তাকে। সিরিজে, সিনেমায় অভিনয় করছিলেন দাপিয়ে। কিন্তু সেই ছন্দপতন ঘটল মাদকের থাবায়।

আরআর