বিনোদন ডেস্ক
০৩ মার্চ ২০২৩, ১১:৪০ এএম
‘মুন্না ভাই’ সিনেমায় ‘সার্কিট চরিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়েছিলেন অভিনেতা আরশাদ ওয়ারসি। সিনেমাটিতে তার চরিত্রটির ভীষণ দাপট ছিল। এবার মুন্না ভাইয়ের সেই দাপুটে সার্কিট বাস্তবে পড়েছেন বিপাকে। নিষিদ্ধ করা হয়েছে আরশাদ ও তার স্ত্রীকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে উঠে এসেছে এ তথ্য।
শেয়ার বাজারে আরশাদ ও তার স্ত্রীসহ মোট ৩১টি সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ইউটিউব চ্যানেলে শেয়ার সংক্রান্ত বিভ্রান্তিকর ভিডিও আপলোড করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে।
জানা গেছে, গত বছরের জুলাই মাসে ‘দ্য অ্যাডভাইজার’ ও ‘মানিওয়াইজ’ নামে দুটি ইউটিউব চ্যানেলে সাধনা ব্রডকাস্ট লিমিটেড সম্পর্কে ভিডিও আপলোড করা হয় । সেখানে দাবি করা হয়, এই শেয়ার কিনলে বিপুল লাভ পাবেন বিনিয়োগকারী। এছাড়া দাবি করা হয়, সাধনা ব্রডকাস্ট লিমিটেড আদানি গ্রুপের দখলে চলে যাচ্ছে। তার ফলে কোম্পানির মার্জিন বাড়বে। ওই ভিডিও দেখে প্রভাবিত হন অনেক বিনিয়োগকারী। ফলে সাধনা ব্রডকাস্টের কর্মী, ঘনিষ্ঠ বিনিয়োগকারীরা বিপুল লাভ পান।
এ প্রসঙ্গে SEBL দাবি করেছে, আরশাদ ২৯.৩৪ লাখ রুপি ও তার স্ত্রী মারিয়া ৩৭.৫৬ লাখ রুপি মুনাফা ঘরে তুলেছেন। এ অভিযোগ এনেই তাদেরসহ ৩১ সংস্থাকে নিষিদ্ধ করেছে সংস্থাটি। তবে এ অভিযোগ স্বীকার করেননি আরশাদ। তার দাবি, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।
আরআর