বিনোদন ডেস্ক
০২ মার্চ ২০২৩, ০৭:৪৪ পিএম
ব্যান্ডে ভাঙা গড়ার খেলা নতুন কিছু নয়। মাঝে মাঝেই এমন দৃশ্য দেখা যায়। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, চিরকুটের সদস্য ও সংগীত পরিচালক ইমন চৌধুরী ব্যান্ড ছেড়ে দিচ্ছেন। বিষয়টি জোরালো করে তুলল সামাজিক মাধ্যমে দেওয়্যা একটি পোস্ট।
আজ বৃহস্পতিবার বিকেলে একটি ফেসবুক পেজে ইমনের ছবি পোস্ট করে লেখা হয়েছে, হয়তো চিরকুট ব্যান্ডের সাথে ইমন চৌধুরীকে আর দেখা যাবে না। খবরটি শুনে অবাক হয়েছেন চিরকুট ও ইমনের অনুরাগীরা।
তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন চিরকুট প্রধান শারমিন সুলতানা সুমি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এই সম্পর্ক ছিন্ন হওয়ার নয়। আমরা একসঙ্গে ১৩-১৪ বছর ধরে কাজ করছি। ও এখন একটু ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বিধায় আমরা ইমনকে বিরক্ত করছি না। ও নিজের মতো কাজ করুক। তার প্রজেক্টগুলো শেষ হলে আমরা সবাই আবার এক হয়ে ব্যান্ডে কাজ করব। এ ছাড়া তার ব্যস্ততার জন্য আমরা বেশকিছু শো ওকে ছাড়াই করেছি। কারণ আমাদের তো শো চালিয়ে যেতে হবে। এর আগেও বেশ কয়েকবার ইমনের ব্যান্ড ছাড়া নিয়ে গুজব উঠেছিল। এগুলো নিছক গুজব। গুজবে কেউ কান দেবেন না।’
তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এরইমধ্যে ব্যান্ড ত্যাগ করেছেন ইমন। সুমি চাইছিলেন ইমন ব্যান্ডে সময় দিক। কিন্তু কাজের ব্যস্ততার কারণে ইমন সময় দিতে পারছেন না ব্যান্ডে। একারণেই সরে এসেছেন তিনি।
কয়েকদিন আগে চিরকুটের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত অনুস্থানেও দেখা যায়নি ইমনকে। সেখানে তার জায়গায় দেখা গেছে অন্য একজনকে। এছাড়া ওই দিন ইমনও ব্যস্ত ছিলেন নিজের একটি অনুষ্ঠান নিয়ে। সবমিলিয়ে ধারণা করা হচ্ছে, ব্যান্ড ত্যাগ করলেও এখনই ঘটনাটি প্রকাশ করতে চাইছেন না সুমি কিংবা ইমন।
আরআর