images

বিনোদন

স্বামীর সঙ্গে প্রথম স্ত্রীর বিচ্ছেদে আনন্দিত মাহি

বিনোদন ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৪ পিএম

মাহিয়া মাহির কোলজুড়ে নতুন অতিথির আগমনের দিন ক্রমশ ঘনিয়ে আসছে। সেজন্য প্রস্তুত তার কাছের মানুষেরা। এ নায়িকাও সন্তানের আগমনের অপেক্ষায় আনন্দে দিন গুনছেন। এবার সামাজিক মাধ্যমে আরও এক আনন্দে ভাসতে দেখা গেল তাকে।

মাহির এই আনন্দের কারণ স্বামী রাকিব সরকারের ভালোবাসা। সম্প্রতি মাহির একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন তার স্বামী। ছবিটি তারই তোলা। ক্যাপশনে তা জানিয়েছেন গভীর ভালোবাসা সহকারে। তিনি লিখেছেন, ‘একমাত্র বউয়ের চিত্রধারক আমি।’

এমন ক্যাপশন দেখে এক নেটিজেন ওই ছবির মন্তব্যের ঘরে লিখেছেন, ‘দুইমাত্র হবে।’ এর উত্তরে রাকিব লিখেছেন, ‘আমার বউ একটাই। ডিভোর্সের পর বউ থাকে না।’

mahiya mahi

এতে উচ্ছ্বসিত মাহি তার স্বামীর পোস্টের স্ক্রিনশট প্রকাশ করেছেন নিজের ফেসবুকে। ক্যাপশনে লিখেছেন, ‘আজকের তারিখটা স্বর্নাক্ষরে লিখে রাখব প্রিয় ডায়রিটাতে। তোমার এই একটা লাইন কথার জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করেছিলাম।’

তিনি আরও লেখেন, “প্রিয়তম, তোমার এই ‘একমাত্র বউয়ে’র একমাত্র ব্যক্তিগত চিত্রধারক মৃত্যু পর্যন্ত তুমিই থাকবে ইনশাআল্লাহ, অনেক ভালোবাসি তোমাকে।”

মাহির আনন্দে উদ্বাহু নৃত্যের কারণ মূলত ‘একমাত্র বউ’ সম্বোধনটি। কেননা আরও একজন স্ত্রী ছিল রাকিবের। ফলে ‘একমাত্র স্ত্রী’ শব্দটি অধরাই ছিল নায়িকার কাছে। এদিকে মাহির ভালোবাসায় বুঁদ রাকিব সম্পর্ক চুকিয়েছেন প্রথম স্ত্রীর সঙ্গে। ফলে মনস্কামনা পূর্ণ হয়েছে তার। ‘একমাত্র বউ’ হিসেবে পেয়েছেন স্বীকৃতি। সেকারণেই স্বামীর এই ভালোবাসাময় সম্বোধন নেটাগরিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন একসময়ের জনপ্রিয় এই নায়িকা।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি ও রাকিব। এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি।

আরআর