বিনোদন ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:২২ পিএম
সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেমের কাহিনি বলিউডের বহুল চর্চিত একটি বিষয়। ১৯৯৭ সালে সালমান প্রেমের সম্পর্কে জড়িয়ে যান সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে।
‘হাম দিল দে চুকে সানাম’ ছবির সেটে তাদের প্রেমের সূত্রপাত। সেসময় বলিমহলের খবর ছিল, সালমান হয়তো ঐশ্বরিয়ার সঙ্গে মালাবদল করবেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। ঐশ্বরিয়া নিজেই সালমানের সঙ্গে বিচ্ছেদ ঘটান।
শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ এনে সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কে ইতি টানেন ঐশ্বরিয়া। তবে অনেকের ধারণা, অভিনেতা বিবেক ওবেরয়ের কারণেই ভেঙে গেছে তাদের সম্পর্ক।
এর পেছনে আরও একটি কারণ আছে বলে জানিয়েছেন সালমান খান। ঐশ্বরিয়ার বাবাকে অপমান করায় নাকি বিচ্ছেদ ঘটে তাদের। সালমান খান এক সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছেন এসব কথা।
বলিউড ভাইজান বলেছেন, “আমি ঐশ্বরিয়ার বাবার সঙ্গে যে ব্যবহার করেছিলাম তা ওর একেবারেই পছন্দ হয়নি। আমার বাবার সঙ্গেও এমন ব্যবহার আমি মেনে নিতাম না। তাই অ্যাশের বাবার আমাকে অপছন্দ করার যথেষ্ট যুক্তি ছিল। আমি সে বিষয়ে কোনো অভিযোগও করছি না।”
ঐশ্বরিয়াও পরবর্তী সময়ে জানান, নিজের সম্মান রক্ষা করতেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তিনি মনে করেন, তখন তার জায়গায় অন্য কেউ থাকলেও এমনটাই করতেন।
আরএসও