images

বিনোদন

বনি দুশ্চরিত্র: কৌশানি

বিনোদন ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৭ পিএম

ক্যারিয়ারের প্রথম সিনেমায় বনি সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধেছিলেন কৌশানি মুখার্জী। অভিনয়ের সূত্র ধরেই একে অপরের কাছাকাছি আসেন তারা। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম। অন্য অনেক তারকার মতো নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি করেননি এই প্রেমিক জুটি।

কাজের ব্যস্ততায় এখনও বিয়ের সিদ্ধান্ত নেননি বনি-কৌশানি। তবে স্ত্রীর মতোই বনির পাশে ছায়ার মতো থাকছেন কৌশানি। এবার সেই বনিকেই দুশ্চরিত্র বললেন প্রেমিকা কৌশানি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

একটি রিয়েলিটি শোয়ে অতিথি হিসেবে এসেছিলেন বনি-কৌশানি। শ্বাশত চট্টোপাধ্যায় সঞ্চালিত সেই শোতে বনিকে দুশ্চরিত্র বলে অভিহিত করেন কৌশানি। এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা মজার ছলেই শব্দটি ব্যবহার করেছেন অভিনেত্রী।

ওই অনুষ্ঠানে বনি-কৌশানির প্রেম ও প্রাক্তন নিয়ে কথোপকথনের সময় কৌশানি বলেন, ‘আমার প্রচুর প্রপোজ়াল এসেছিল। কিন্তু কাউকেই আমি সাড়া দেইনি। আর বনি? ও তো দুশ্চরিত্র।’ তবে কৌশানি মজার ছলে বললেও প্রমিকার মুখে নিজের সম্পর্কে এমন বিশেষণ শুনে চমকে ওঠেন বনি।

কয়েকমাস আগে বনি-কৌশানির বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। শোনা গিয়েছিল, তাদের মাঝে নাকি দূরত্ব তৈরি হয়েছে। তবে বিষয়টিকে বাড়তে দেননি এ জুটি। সেসময় দুজনেই জানিয়েছিলেন, তাদের সাময়িক মনোমালিন্যকেই অনেক বড় করে দেখানো হয়েছে।

আরআর