রাফিউজ্জামান রাফি
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩০ পিএম
ক্যারিয়ারের শুরুতেই টিভি পর্দায় নিজেকে ভিন্নভাবে মেলে ধরেছিলেন অভিনেতা সজল নূর। ‘ভার্জিন তাকদুম তাকদুম’ নামের সে অনুষ্ঠানে ফ্যাশন ও বাচনভঙ্গি দিয়ে বুঝিয়েছিলেন সময়ের চেয়ে এগিয়ে তিনি। এরপর কেটে গেছে দীর্ঘদিন। এই সময়টা ব্যস্ততাকে সঙ্গী করেই পথ চলছেন তিনি।
সম্প্রতি নাম লিখিয়েছেন ওটিটি মাধ্যমে। ‘দ্য সাইলেন্স’ নামের একটি ওয়েব সিরিজে ভিন্নধর্মী এক চরিত্রে দেখা গেছে তাকে। এতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তিনি আসলেই জাত অভিনেতা। তার চরিত্রটি আলাদাভাবে প্রশংসিত হচ্ছে। এতে যারপরনাই উচ্ছ্বসিত তিনি।
চরিত্রটি এতটা সাড়া ফেলবে এমনটা কি প্রত্যাশা করেছিলেন— জানতে চাইলে সজল ঢাকা মেইলকে বলেন, ‘আমি আমার জায়গা থেকে কাজটি সততার সঙ্গে করতে চাই। নিজেকে শতভাগ ঢেলে দিতে চাই। কাজটি কতটা সাড়া ফেলবে খুব একটা ভাবায় না। তবে আমরা তো দর্শকের জন্যই কাজ করি। আমাদের কোনো কাজ দর্শকের যদি ভালো লাগে তবে সেটা অবশ্যই অনেক বড় প্রাপ্তি। এটাও তেমন।’
‘দ্য সাইলেন্স’র এই চরিত্রটির জন্য প্রস্তুতির কথা জানতে চাইলে এ অভিনেতা বলেন, ‘চরিত্রটি কঠিন ছিল। এটি ফুটিয়ে তুলতে বেশ বেগ পেতে হয়েছে। তবে এটা একটা টিমওয়ার্ক ছিল। তাই বিষয়টি নিয়ে আমাদের সবাইকে বেশ ভাবতে হয়েছে। কেননা, চরিত্রের সঙ্গে বেশ কিছু আনুষঙ্গিক বিষয় ছিল। সেগুলো দর্শক কীভাবে নেবেন— ওই সঙ্কোচটাও ছিল। আমরা সবাই ভাবছিলাম, কীভাবে চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলা যায়। চাইছিলাম চরিত্রটি ছোট হলেও রেশটা যেন শেষ পর্যন্ত থাকে। দর্শকের রিভিউ দেখে মনে হচ্ছে তেমনটাই হয়েছে।’
প্রচলিত ঘরানার বাইরে এসে ব্যতিক্রম চরিত্রটিতে কাজ করে কেমন বোধ করেছেন— জানতে চাইলে সজল বলেন, ‘ভিন্ন ধরনের কাজগুলো করতে সবারই ভালো লাগে। অভিনেতা মাত্রই পর্দায় নিজেকে ভিন্ন ভিন্ন রূপে নিজেকে উপস্থাপন করতে চায়। এখন সেই সুযোগটা তৈরি হয়েছে। আমাদের নির্মাতারা ভিন্ন ধরনের গল্প বলছেন, এটা আসলেই ভালো লাগার মতো।’
ওটিটি কি অভিনয়শিল্পীদের পর্দায় নতুনভাবে উপস্থাপনের সুযোগ করে দিয়েছে— এ প্রশ্নের উত্তরে সজল জানান, ওটিটি শুধু অভিনয়শিল্পী না, দর্শকের জন্যও সুযোগ তৈরি করেছে। তিনি বলেন, ‘সবাই একই ধরনের কনটেন্ট পছন্দ করবেন তা কিন্তু না। দর্শকের রুচির ভিন্নতা আছে। কেউ থ্রিলার দেখতে পছন্দ করেন আবার কেউ ভৌতিক সিরিজ দেখতে ভালোবাসেন। ওটিটিতে ওই সুযোগটা আছে। কারণ, এখানে নির্মাতারা বিভিন্ন ধরণের গল্প বলছেন। ফলে অভিনয়শিল্পীরাও যেমন নিজেদের বিভিন্ন চরিত্রে উপস্থাপন করতে পারছেন তেমনই দর্শকও নিজেদের পছন্দমতো কনটেন্ট দেখার সুযোগ পাচ্ছেন।’
একটি অর্থলোভী দম্পতির গল্প নিয়ে তৈরি হয়েছে ‘দ্য সাইলেন্স’। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। সজলকে এতে দেখা গেছে একজন ধনকুবেরের চরিত্রে।
আরআর/আরএসও