images

বিনোদন

মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন শাবনূর!

বিনোদন ডেস্ক

২৫ জানুয়ারি ২০২৩, ১১:২৫ এএম

জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের একটি ফেসবুক পোস্ট ঘিরে রহস্য দানা বেঁধেছে। কেউ কেউ আবার উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বুধবার রাতে ফেসবুকে এ নায়িকা লিখেছেন, আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি।

এমন রহস্যাবৃত পোস্টের কারণ খুঁজছেন শাবনূরের অনুরাগীরা। কোনো বিপদ হলো নাতো প্রিয় অভিনেত্রীর! মন্তব্যের ঘরে এমন লেখার কারণ জানতে চাইছেন তারা। তবে এ বিষয়ে তিনি এখন মুখ খোলেননি।

শাবনূর সিনেমা ছেড়েছেন অনেক বছর। দেশেও থাকেন না। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে সেখানেই বসবাস করছেন তিনি। কয়েকবছর পর পর দেশে আসেন। ব্যক্তিগত কিছু কাজ শেষে আবার ফিরে যান দেশটিতে।

এ সম্পর্কিত আরও খবর
প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন শাবনূর
ফেসবুকে শাবনূরের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা
শাবনূর কি তাহলে প্রেম করছেন?

একমাত্র ছেলে আইজান নেহানের সুন্দর ভবিষ্যতের জন্যই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন শাবনূর। ২০২০ সালের ২৬ জানুয়ারি স্বামী অনিক মাহমুদকে তালাক দেন তিনি। এরপর আর তার বিয়ের কোনো খবর শোনা যায়নি।

Shabnur

১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন শাবনূর। তার পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। তিন ভাই-বোনের মধ্যে সবার বড় তিনি। বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনেই পরিবারসহ অস্ট্রেলিয়া প্রবাসী। পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী রাতে’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে শাবনূরের অভিষেক হয়। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

/আরএসও