images

বিনোদন

নায়করাজের জন্য শাকিবের প্রার্থনা

বিনোদন ডেস্ক

২৩ জানুয়ারি ২০২৩, ০২:২১ পিএম

বাংলা চলচ্চিত্রকে যদি রাজ্য ধরা হয়, তাহলে সেই রাজ্যের রাজা ছিলেন নায়ক রাজ্জাক। আর এ কারণেই জীবদ্দশায় তিনি পেয়েছিলেন ‘নায়করাজ’ উপাধি। আজ ২৩ জানুয়ারি নায়করাজের জন্মদিন। ১৯৪২ সালের এই দিনে তিনি কলকাতার টালিগঞ্জের নাকতলার ৮ নম্বর বাড়িতে জন্মগ্রহণ করেন রাজ্জাক।  

এদিকে ২০১৭ সালের ২১ আগস্ট আনন্দলোকের মায়া ত্যাগ করে অনন্তলোকের পথে পাড়ি জমান। তাই জন্মদিনে চলচ্চিত্রের মানুষেরা তার প্রতি শুভেচ্ছা রাখার পাশাপাশি তার জন্য করছেন প্রার্থনা। সেই তালিকায় আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

আজ ২৩ জানুয়ারি এই কিংবদন্তির জন্মদিনে তার জন্য প্রার্থনা করেছেন শাকিব। তিনি লিখেছেন, ‘পরপারেও যেন আল্লাহ আপনাকে দুনিয়ার মতো শান্তি ও মর্যাদার আসনে রাখেন, সবসময় এই দোয়া করি।’

এদিকে টানা নয়মাস পর গত বছরের আগস্টে দেশে ফিরেছিলেন শাকিব। পাঁচ মাস দেশে অবস্থান করেছেন তিনি। এরমধ্যে শেষ করেছেন নিজের অসমাপ্ত ‘আগুন’ ও ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির কাজ। আগামী রোজার ঈদে ছবি দুটি মুক্তির কথা রয়েছে।

আরআর