বিনোদন ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৩, ০৬:৩২ পিএম
মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষীত সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। এই ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে বেশ পরিশ্রম করতে হয়েছে আরিফিন শুভকে। ব্যায়ামাগারে ঘাম ঝরিয়ে নিজের সিক্স প্যাক বডি তৈরি করেছেন তিনি, যা ঢালিউডে বিরল।
এদিকে মুক্তির পরও বসে নেই শুভ। সিনেমাটির প্রচারণায় চষে বেড়াচ্ছেন সিনেমা হল। দর্শকরাও তাকে কাছে পেয়ে উল্লাসে ঘিরে ধরছেন। শুভ একে আখ্যা দিয়েছেন দর্শকের ভালোবাসার কারাগার হিসেবে। সম্প্রতি এমন কারাগারে বন্দি হওয়ার খবর তিনি নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যে।
আজ মঙ্গলবার নিজের ফেসবুকে একটি ছবি দিয়েছেন শুভ। সেখানে দেখা যাচ্ছে, সাভার সেনা অডিটেরিয়াম হল প্রাঙ্গণে শুভকে ঘিরে ধরেছেন দর্শক। বোঝাই যাচ্ছে, প্রিয় তারকাকে সামনে থেকে দেখে উত্তেজিত তারা।
ক্যাপশনে শুভ লিখেছেন, ‘সাভার সেনা অডিটেরিয়াম হলে আমি বন্দি কারাগারে দর্শকের ভালোবাসায়।’ ছবিটি দেখে মন্তব্যের ঘরেও অনেকেই তার প্রশংসা করেছেন। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির জন্য জানিয়েছেন শুভকামনা।
শুক্রবার (১৩ জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘ব্ল্যাক ওয়ার’। পুলিশ অ্যাকশন ঘরানার এই ছবি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। কপ ক্রিয়েশনের ব্যানারে প্রযোজিত সিনেমাটির গল্পও লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার।
ছবিটিতে শুভর বিপরীতে রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আরও অভিনয় করেছেন সাদিয়া নাবিলা, মিশা সওদাগর, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, মাজনুন মিজান প্রমুখ।
আরআর