বিনোদন ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৩, ০১:১২ পিএম
কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রিসলির মেয়ে সংগীতশিল্পী লিসা মেরি প্রিসলি আর নেই। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। এ খবর জানিয়েছেন, লিসার মা প্রিসিলা প্রিসলি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।
মেয়ের মৃত্যুর খবর জানিয়ে এক বিবৃতিতে প্রিসিলা বলেন, ‘মিষ্টি মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল। বলতে আমার বুক ফেটে যাচ্ছে। লিসা আর নেই।’
লিসাকে হারিয়ে শোকাতুর প্রিসিলা বলেন, ‘লিসার মতো উদার মনের মানুষ বিরল। সবাইকে আপন করে নিত। সবার মন জয় করে নিয়েছিল। একইসঙ্গে সে ছিল অসম্ভব দৃঢ় চরিত্রের নারী। আমরা এই ধাক্কা কাটিয়ে উঠতে পারব কি না জানি না, সময় চেয়ে নিচ্ছি।’
জানা গেছে, লস অ্যাঞ্জেলেসের শহরতলি ক্যালাবাসাসে নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন লিসা। বৃহস্পতিবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি।
লিসার জন্ম ১৯৬৮ সালে। মাত্র নয় বছর বয়সে বাবা প্রিসলিকে হারান তিনি। বাবার গ্রেসল্যান্ডের বাড়িটি দেখাশোনার ভার ছিল তার ওপর। কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিতি ছিল তার। ২০০৩ সালে তার প্রথম গানের অ্যালবাম ‘টু হুম ইট মে কনসার্ন’ মুক্তি পায়। ২০০৫ সালে নিয়ে আসেন দ্বিতীয় অ্যালবাম ‘ নাও হোয়াট’। দুই অ্যালবামই জায়গা করে নিয়েছিল বিলবোর্ডের সেরা দশে।
লিসার প্রথম বিয়ে টিকেছিল মাত্র ২০ দিন। এরপর ১৯৯৪ সালে তিনি বিয়ে করেন পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে। ১৯৯৬ সালে জ্যাকসন শিশু নির্যাতনে অভিযুক্ত হলে তার সঙ্গে বিচ্ছেদ ঘটান লিসা। পরে আরও দুটি বিয়ে করেছিলেন প্রিসলিকন্যা। কিন্তু কোনোটাই টেকেনি। তাই শেষজীবনে একাই থাকতে হয়েছে তাকে।
আরআর