বিনোদন ডেস্ক
১১ জানুয়ারি ২০২৩, ০৮:০৩ পিএম
কিংবদন্তি গায়িকা রুনা লায়লা ও নন্দিত নায়ক আলমগীর ১৯৯৫ সালে ‘শিল্পী’ সিনেমার মাধ্যমে পর্দায় জুটি বেঁধেছিলেন। এরপর সময় গড়িয়েছে। আরও কাছে এসেছেন তারা। বাস্তব জীবনে বেঁধেছেন জুটি। তবে সিনেমা, নাটক, বিজ্ঞাপন— কোথাও জুটি হিসেবে আর দেখা যায়নি তাদের।
এ নিয়ে আক্ষেপ ছিল অনুরাগীদের। এবার ২৮ বছর পর বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়ে সেই আক্ষেপ ঘুচিয়ে দিলেন তারা। একটি রিয়েল এস্টেট কোম্পানির বিজ্ঞাপন এক করেছে আলমগীর-রুনা লায়লাকে।
বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন অনন্য মামুন। সংগীত ও সিনেমার এই দুই মহীরুহ নিয়ে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি। সেই উচ্ছ্বাস ব্যক্ত করে মামুন বলেন, ‘সত্যি বলতে এক ফ্রেমে এমন গুণি শিল্পীদের পাওয়া আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। এর জন্য আমি ক্লায়েন্ট প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞ। তারা পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়ায় এত বড় কাজটি সম্ভব হয়েছে।’
গতকাল মঙ্গলবার বিএফডিসির ১ ও ৯ নাম্বার ফ্লোরে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ করা হয়েছে। আলমগীর-রুনা লায়লা ছাড়াও এতে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও শিশুশিল্পী সিমরিন লুবাবা।
আরআর