বিনোদন ডেস্ক
১৫ মার্চ ২০২২, ০৫:১৫ পিএম
শাহরুখ খান যেমন সফল একজন অভিনেতা, তেমন সফল একজন ব্যবসায়ীও। একাধিক ব্যবসার সঙ্গে জড়িত তিনি। সেই ধারাবাহিকতায় এবার তিনি নতুন ব্যবসায় নাম লেখালেন। সময়ের জনপ্রিয় বিনোদন মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম ব্যবসায় নামছেন তিনি।
‘এসআরকে প্লাস’ নামে আসছে শাহরুখের নতুন এই প্রজেক্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই তথ্যটি জানিয়েছেন তিনি।
থাম্বস আপ ছবির পাশে ওটিটির লোগোসহ একটি ছবি পোস্ট করেছেন বলিউড বাদশাহ। হিন্দি ক্যাপশনে লিখেছেন, ‘কুছ কুছ হোনে ওয়ালা হ্যায় ওটিটি কি দুনিয়া ম্যায়।’ এর বাংলা অর্থ দাঁড়ায়, ‘ওটিটি দুনিয়ায় কিছু হতে চলেছে।’
শাহরুখের এই পোস্ট শেয়ার করে ট্রিট চেয়েছেন সালমান খান। তিনি লিখেছেন, ‘আজকে কি পার্টি তোমার পক্ষ থেকে? নতুন অ্যাপ এসআরকে প্লাসের জন্য শুভকামনা।’
তাকে শুভ কামনা জানিয়েছেন— নির্মাতা অনুরাগ কাশ্যপ, করণ জোহরসহ অনেকে। এছাড়া অনুরাগীরা তো আছেই। প্রিয় তারকার ওটিটি দেখতে মুখিয়ে আছেন তারা।
এদিকে দীর্ঘ দিন বড় পর্দায় নেই শাহরুখ খান। তার অভিনীত সবশেষ ‘জিরো’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। এ বছরও তার কোনো সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। তবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘পাঠান’ সিনেমা।
আরএসও