images

বিনোদন

নতুন বছরের প্রতিটি দিন শুরু হোক সুন্দর হৃদয় নিয়ে: মিম

বিনোদন ডেস্ক

০১ জানুয়ারি ২০২৩, ১২:২৮ পিএম

পৃথিবী সূর্যকে প্রদিক্ষণ করতেই কালের গর্ভে হারিয়ে গেল ২০২২ সাল। ক্যালেন্ডারের পাতা দখল করে নিল ২০২৩। বিশ্ব মেতে উঠল নতুন বছরের প্রথম প্রহর উদযাপনে।

নতুন উদ্যোমে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে ফানুস, আতশবাজিসহ বিভিন্ন আয়োজনে ইংরেজি নববর্ষ পালনে ষোলকলা পূর্ণ করেছে সবাই। এই মিছিলে ছিলেন ঢালিউডের শীর্ষ নায়িকা বিদ্যা সিনহা মিম। স্বামী সানি পোদ্দারের সঙ্গে দুবাইয়ের বুর্জ খলিফায় নিউ ইয়ার পালন করেছেন তিনি। সামাজিক মাধ্যমে এ খব মিম নিজেই জানিয়েছেন।

২০২৩ সাল শুরুর কিছুক্ষণ পরই নিজের ফেসবুকে নতুন বছর উদযাপনের কিছু ছবি ও ভিডিও দিয়েছেন মিম। সেখানে দেখা গেছে, স্বামী সানিসহ বাবা-মাকে নিয়ে বুরজ খলিফার পাশে হাস্যোজ্জ্বল মিম। ক্যাপশনে লিখেছেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

ভিডিওতে দেখা গেছে, ২০২৩ সালের প্রথম প্রহর শুরু হতেই দুবাইয়ের আকাশ উজ্জ্বল হয়ে উঠেছে আলোর ঝলকানিতে। স্বামীকে নিয়ে দৃশ্যগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন মিম। এ সময় তার উচ্ছলতা দেখে বোঝা যাচ্ছিল সময়টা মন দিয়ে উপভোগ করছেন তিনি। মিম লিখেছেন, ‘২০২৩ সালের প্রতিটি দিন শুরু হোক একটি সুন্দর হৃদয় নিয়ে।’

এদিকে যা কিছু ভালো তার সবকিছু মিমকে দু’হাত ভরে দিয়েছে ২০২২ সাল। নতুন জীবন শুরু করেছেন সানির হাত ধরে, ক্যারিয়ারে পেয়েছেন অভাবনীয় সাফল্য, ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়েছেন। সেইসঙ্গে সম্পন্ন করেছেন গ্র্যাজুয়েশন। তাই বছরটি ভুলতে পারছেন না তিনি।

মিম লিখেছেন, ‘২০২২ আমার জীবনের স্মরণীয় একটি বছর। গল্পটা এই বছরকে নিয়েই। সকাল যেমন পূর্বাভাস দেয় দিনটি কেমন যাবে তেমনই ২০২২ এর সৌন্দর্যের কিছুটা আভাস পেয়েছিলাম বছর শুরুর কিছুদিন আগে। ২০২১ সালের নভেম্বরের ১০ তারিখ আমার জন্মদিনের দিন থেকে। দীর্ঘ আট বছর ধরে যাকে ভালোবেসেছি তাকেই জীবনসঙ্গী করে নিলাম। বিয়ের পর আমার জীবনের সুন্দর মূহুর্তগুলোর সাথে যুক্ত হতে থাকল একের পর এক সুসংবাদ ও আমার সাফল্য।’

এরপর লেখেন, “গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, ইউনিসেফের শুভেচ্ছা দূত হলাম, বছরের সেরা ব্লকবাস্টার হিট ফিল্ম হলো আমার অভিনীত ‘পরাণ’ ছবিটি।  মুক্তি পাওয়া অন্য ছবি ‘দামালে’র জন্য দর্শক ও বোদ্ধাদের এত প্রশংসা আমার বড় অর্জন, বড় প্রাপ্তি। ব্যক্তিজীবন ও কর্মজীবনে ২০২২ আমাকে দিল সেরা সাফল্যগুলো। আমি কৃতজ্ঞ আমার সৃষ্টিকর্তার কাছে, বাবা-মা ও ছোট বোনের কাছে,  আমার সকল প্রযোজক, পরিচালক, সহশিল্পী থেকে আমার কাজের সাথে সংশ্লিষ্ট সকলের কাছে। আমি ধন্যবাদ জানাই আমার ভক্তদের যাদের সাপোর্ট না পেলে আমি আজ সবার মিম হতে পারতাম না। আগামীর পথচলায় সবসময় তাদের পাশে চাই। সবশেষে আগামীতে আরও ভালো ভালো কাজ উপহার দিয়ে সবার মনে ভালোবাসা বাড়াতে সবার কাছে দোয়া চাই।”

পর্দার অনন্যা ৮ জানুয়ারি ফিরবেন ঢাকায়। ফিরেই উড়ে যাবেন কলকাতায়। সেখানে তার অপেক্ষায় থাকবেন টলিউড সুপারস্টার জিৎ। তার সঙ্গে মিম জুটি বেঁধেছেন ‘মানুষ’ সিনেমায়। সিনেমাটি নির্মাণ করছেন সঞ্জয় সমদ্দার। এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করছেন জিৎ।

আরআর