বিনোদন প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২২, ১০:১২ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ মেঘ মুন্নার প্রথম মৌলিক গান ‘দরদী’ প্রকাশ পেয়েছে। এসকে সানুর কথা ও সুরে গানটির মিউজিক কম্পোজিশন করেছেন মুশফিক লিটু। আসাদুজ্জামান আজাদের পরিচালনায় মিউজিক ভিডিওতে মুন্নার সঙ্গে মডেল হয়েছেন আরফিন রাকিব ও শ্রাবণী। শনিবার রাতে মেঘ মুন্নার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি আপলোড করা হয়েছে।
নিজের প্রথম মৌলিক গান নিয়ে মুন্না বলেন, ছোটবেলা থেকেই গান পছন্দ করি। গানের জন্য বাবা-মায়ের বকা শুনেছি প্রচুর। তবুও কখনো গান ছাড়িনি। ভবিষ্যতে গান নিয়েই এগিয়ে যেতে চাই। বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার অভিজ্ঞতা থাকলেও এই প্রথম আমার মৌলিক গান প্রকাশিত হলো। আরও ১০টির মতো গান তৈরি আছে। পর্যায়ক্রমে সেগুলোও প্রকাশ করা হবে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।
গীতিকার ও সুরকার এসকে সানু বলেন, মুন্নার গানের গলা ভালো। ওর বেশ কয়েকটি গান রেকর্ডিং শেষ। আমার লেখা ও সুর করা ‘দরদী’ গান দিয়েই ওর পথচলা শুরু হলো। সবমিলিয়ে চমৎকার একটি গান হয়েছে। আশা করি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে। মুন্নার জন্য শুভ কামনা। ভবিষ্যতে সে আমাদের আরও ভালো ভালো গান উপহার দিক এই প্রত্যাশা করি।
এজে