images

বিনোদন

কপাল খুলতে পারে নায়িকা মাহির

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ ডিসেম্বর ২০২২, ০৩:০৬ পিএম

বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনে উপ-নির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি। বিএনপির কেউ এতে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ায় আসনগুলো দলটির হাতছাড়া হচ্ছে। এই সুযোগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

এরই মধ্যে চিত্রনায়িকা মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে প্রচার শুরু করেছেন। এবার তাকে দল থেকে মনোনয়ন ফরম নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

mahiya mahi

ওবায়দুল কাদের বলেন, সিনেমার এক নায়িকা কালকে বলছে আমি ফরম চাই। আমি চাঁপাইনবাবগঞ্জের প্রার্থী হতে চাই। আমার বাড়ি ওখানে। আমি আমাদের নেত্রীর সঙ্গে আলাপ করলাম। তিনি বললেন, ওদের পরিবার আওয়ামী লীগ, সেও আওয়ামী লীগ করে। ঠিক আছে, ফরম সংগ্রহ করুক।

মাহি প্রার্থী হচ্ছে কি না জানতে চাইলে কাদের বলেন, প্রার্থী হচ্ছে কি না আমি বলতে পারব না। তাকে ফরম কেনার অধিকার দেওয়া হয়েছে।

নায়িকা মাহি কিছুদিন আগে গাজীপুরের একজন ছাত্রলীগ নেতাকে বিয়ে করেছেন। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। সংগঠনের রাজশাহী বিভাগের আহ্বায়কের দায়িত্বেও আছেন এই নায়িকা।

বিইউ/এইউ