বিনোদন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২২, ১০:২০ পিএম
অভিনেত্রী শার্লিন ফারজানা ফের মা হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন এ অভিনেত্রী নিজেই।
শার্লিন তার কন্যার নাম রেখেছেন ওয়াকিয়াহ রেহানা এহসান। তিনি ও তার কন্যা দুজনেই সুস্থ ও স্বাভাবিক আছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ নামের একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন শার্লিন। তিনি আলোচনায় আসেন ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রে অভিনয় করে। এটি নির্মাণ করেছিলেন মাসুদ হাসান উজ্জ্বল।
২০১৯ সালের ২৩ নভেম্বর ব্যবসায়ী ও প্রকৌশলী এহসানুল হকের সঙ্গে পারিবারিক আয়োজনে গাঁটছড়া বাঁধেন তিনি। পাশাপাশি অভিনয় থেকেও নিজেকে গুটিয়ে নেন।
এদিকে চলতি বছর অভিনয়ে ফেরার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ায় তা আর সম্ভব হয়নি। ২০২০ সালে ১ নভেম্বর প্রথম মা হন শার্লিন। তার প্রথম সন্তানের নাম ইয়াসিন এহসান।
আরআর