বিনোদন ডেস্ক
১৩ মার্চ ২০২২, ০৮:২৪ পিএম
সিনেমার চেয়ে ঘটনাবহুল মানুষের জীবন। ভাগ্য কখন যে কোথায় নিয়ে যায়— সেটা কেউ আগে থেকে আঁচ করতে পারে না। স্বপ্ন নিয়ে সিনেমার রঙিন দুনিয়ায় এসেছিলেন রূপা দত্ত। টলিউডের বর্তমান সময়ের তারকা অঙ্কুশের বিপরীতে অভিষেক হয় তার। অঙ্কুশেরও সেটি প্রথম সিনেমা ছিল।
মেধা ও দক্ষতা দিয়ে অঙ্কুশ এগিয়ে গেলেও পিছিয়ে পড়ে থাকলেন রূপা। প্রথম ছবির পর হারিয়ে গিয়েছিলেন তিনি। সিনেমার কোনো খবরে তাকে পাওয়া যাচ্ছিল না। এত বছর পর খবরে এলেন রূপা, তবে সেটা সিনেমার সম্পর্কিত নয়। চুরি করে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর ভারতীয় গণমাধ্যমগুলো তাকে নিয়ে খবর প্রকাশ করেছে।
জমে ওঠা কলকাতা বইমেলায় রূপাকে গ্রেফতারের খবর চমকে দেওয়ার মতো বটে। বইমেলা প্রাঙ্গণে রূপাকে সন্দেহজনকভাবে ডাস্টবিনে মানিব্যাগ ফেলতে দেখে দায়িত্বরত পুলিশ সদস্যরা। তারা তাকে প্রশ্ন করলে গ্রহণযোগ্য কোনো উত্তর দিতে পারেননি এ অভিনেত্রী। ফলে পুলিশের সন্দেহ বাড়ে। তল্লাশি করে তার কাছ থেকে প্রায় ৭৫ হাজার টাকা উদ্ধার করে তারা।
ভারতীয় গণমাধ্যম মারফত আরও জানা যায়, রূপা বড় অনুষ্ঠান এবং জনবহুল জায়গায় উপস্থিত হয়ে মানুষের পকেট থেকে ম্যানিব্যাগ চুরি করতেন। একজন প্রতিভাবান নায়িকার এমন ঘটনায় অবাক পুলিশ প্রশাসন। কেন তিনি এই পথ বেছে নিলেন— সে বিষয়ে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে, রূপার সঙ্গে একটি বড় চক্র জড়িত আছে।
নিজের প্রথম ছবির নায়িকার গ্রেফতার হওয়ার খবর শুনে বিস্মিত অঙ্কুশ। তিনি বলেন, ‘নিউজে রূপার বিষয়টি পড়লাম। আমি এখনও বিশ্বাস করতে পারছি না সে এটা করেছে। প্রশ্ন জাগছে মনে, মেয়েটা রূপা তো? যদি রূপা হয়ে থাকে তাহলে ওর জন্য খারাপ লাগছে।’
এর আগে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে আলোচনায় এসেছিলেন রূপা। তার অভিযোগ ছিল, ফেসবুকে একটি আপত্তিকর মেসেজ পাঠিয়েছেন অনুরাগ। বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। তবে পরে দেখা যায়, সেই ব্যক্তি পরিচালক অনুরাগ কাশ্যপ নন। অনুরাগ নামেরই অন্য এক ব্যক্তি আপত্তিকর মেসেজ পাঠিয়েছিলেন।
আরএসও