বিনোদন ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২, ০৩:০২ পিএম
‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ বিয়ে করেছেন। বেশ কিছুদিন আগে ঘরোয়া আয়োজনে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন পলাশ নিজেই।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবা-মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ্, দাম্পত্যজীবনে আমরা ভীষণ সুখে আছি। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকিটা সময় যেন পরষ্পরের অপরিহার্য হয়ে একসঙ্গে থাকতে পারি।’
পলাশ আরও জানান, ঘরোয়া পরিসরে অনাড়ম্বর আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা ছাড়া কেউ ছিলেন না। আগামী ফেব্রুয়ারিতে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা আছে তাদের।

পলাশের দূরসম্পর্কের আত্মীয় ছিলেন নাফিসা। এ অভিনেতার বাবা-মায়ের ইচ্ছা ছিল নাফিসাকে পুত্রবধূ করার। অন্যদিকে নাফিসাও মনে মনে পলাশকে পছন্দ করতেন। গত বছরের নভেম্বরে পলাশ পরিচিত হন তার সঙ্গে। আস্তে আস্তে একে অন্যের মাঝে গড়ে ওঠে হৃদ্যতা। তারই ধারাবাহিকতায় গাঁটছড়া বঁধেন তারা।
পলাশ অভিনয়ে নাম লিখিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমির হাত ধরে। অমির সহকারী ছিলেন তিনি। অমি বলেন, ‘পলাশ তার নতুন জীবনে পা রেখেছে। ওর জন্য অনেক দোয়া ও ভালোবাসা। সম্প্রতি পলাশ ও আমাদের লক্ষী নাফিসা তাদের পরিবার ও আমাদের সবার সম্মতিতে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন করে। সবাই পলাশ ও নাফিসার নতুন জীবনের জন্য দোয়া করবেন।’
নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন নাফিসা। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। অন্যদিকে পলাশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনয় ও নির্মাণ নিয়ে। কাজের চাপে স্ত্রীকে নিয়ে এখনও মধুচন্দ্রিমায় যেতে পারেননি তিনি।
আরআর