বিনোদন ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২২, ০৮:১৯ পিএম
ঢালিউডের শীর্ষ নায়িকা হিসেবে নিজের অবস্থান মজবুত করে নিয়েছেন বিদ্যা সিনহা মিম। এবার ডানা মেললেন টলিউডে। ফের জিতের নায়িকা হিসেবে দেখা যাবে তাকে।
সম্প্রতি জিৎ যুক্ত হয়েছেন ‘মানুষ’ নামের একটি সিনেমায়। এটি পরিচালনা করবেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমদ্দার। এ ছবিতেই জিতের সঙ্গে মিম পর্দা ভাগ করবেন। মন্দিরা নামের এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে। সংবাদমাধ্যমকে এ নায়িকা নিজেই এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে মিম বলেন, ‘বেশ কিছুদিন ধরেই ছবিটিতে কাজের কথা হচ্ছিল। ছবিটির ব্যাপারে আমাকে ফোন করেছিলেন জিতের ভাই গোপাল মাদনানি। তিনি সিনেমাটির আরেক প্রযোজক। পরে পরিচালক সঞ্জয় দাদা ফোন করে গল্প শোনান। ছবিটির গল্প, চরিত্র পছন্দ হয়। পরিচালক আমাকে আশ্বস্ত করেছেন, ভালো কিছু হবে। তা ছাড়া এই পরিচালকের সঙ্গে আগে কাজের অভিজ্ঞতাও আমার আছে।’
এর আগে ‘সুলতান’ নামের একটি সিনেমায় জিতের নায়িকা ছিলেন মিম। ছবিটির পরিচালক রাজা চন্দ্র। ভারতের সুরিন্দ্রর ফিল্ম এবং জিতের প্রযোজনা প্রতিষ্ঠান যৌথভাবে প্রযোজনা করেছিল ছবিটি।
ফের জিতের সঙ্গে কাজ প্রসঙ্গে মিম বলেন, ‘একসঙ্গে কম কাজ হলেও দীর্ঘদিন থেকে জিৎ দাদার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। আমি যেমন তার ভালো কাজের প্রশংসা করি, জিৎ দাদাও বাংলাদেশে আমার কাজের খোঁজখবর রাখেন। পরাণ ছবির ট্রেলার দেখে আমাকে ফোন দিয়েছিলেন। ছবিটি দেখার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। তা ছাড়া জন্মদিনসহ বিশেষ দিনগুলোতেও আমাদের দুজনের শুভেচ্ছাবার্তা বিনিময় হয়।’
‘মানুষ’ সিনেমা প্রযোজনায় করবে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। এতে জিৎ ছাড়াও অভিনয় করবেন জিতু কমল। আগামীকাল বৃহস্পতিবার সকালে কলকাতায় ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হবে।
আরআর