images

বিনোদন

শ্রাবন্তীর চরিত্র নিয়ে কটাক্ষ বিজেপি নেতার

বিনোদন ডেস্ক

১১ মার্চ ২০২২, ১১:১৫ এএম

নায়িকা হিসেবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় যে ইতিবাচক ইমেজ তৈরি করেছিলেন, তা যেন তার ব্যক্তিগত জীবনের নানা সিদ্ধান্তে ফিকে হয়ে গিয়েছে। একাধিক বিবাহ, রাজনীতির মাঠে ভোল বদল— এসব কর্মকাণ্ড তাকে বারবার বিতর্কের মুখে ফেলছে।

গত বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হয়েছিলেন শ্রাবন্তী। যদিও সেখানকার মানুষ তার ওপর ভরসা রাখেননি। প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে বিশাল ব্যবধানে হেরে যান তিনি।

Srabonti Chatterjee
বিধানসভা নির্বাচনের প্রচারণায় শ্রাবন্তী । ছবি: ফেসবুক

এরপর কার্যত রাজনীতি থেকে দূরে ছিলেন শ্রাবন্তী। যোগ দিতেন না বিজেপির কোনো সভা সমাবেশে। তখন তার গেরুয়া শিবির বদলের গুঞ্জন চাউর হয়। সেই গুঞ্জন সত্যি প্রমাণ করে ওই বছরের নভেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপির সঙ্গে সম্পর্ক শেষের ঘোষণা দেন।

তখন তিনি লিখেছিলেন, ‘যে দলের হয়ে আমি গতবার নির্বাচনে লড়েছিলাম, সেই বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। তাদের মধ্যে বাংলার স্বার্থ পূরণ করে আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ ও আন্তরিকতার অভাব।’

Srabonti Chatterjee
শ্রাবন্তী চট্টোপাধ্যায় । ছবি: ফেসবুক

শ্রাবন্তীর এই দল পরিবর্তনকে স্বাভাবিকভাবে নিতে পারেননি বিজেপির জেষ্ঠ্য নেতা তথাগত রায়। ক্রমাগত তিনি তাকে আক্রমণ করে ফেসবুক স্ট্যাটাস লিখতে থাকেন। সবশেষ এক লেখনিতে রাজ্য বিজেপির এই নেতা শ্রাবন্তীর চরিত্র নিয়ে কটাক্ষ করলেন।

তথাগত রায় লিখেছেন, ‘শ্রাবন্তীই সবচেয়ে চালাক। যা দেবার অকাতরে দিয়েছেন। যা পাবার পেয়েছেন। তারপর পেশায় প্রত্যাবর্তন। বাই বাই রাজনীতি।’

তথাগতর এই কটাক্ষ নজর এড়ায়নি শ্রাবন্তীর। তবে কোনো পাল্টা আক্রমণ তিনি করেননি। বরং তার মানসিক স্বাস্থ্যের উন্নতি চেয়েছেন তিনি।

Srabonti Tathagata
শ্রাবন্তী ও তথাগত রায় । কোলাজ: ঢাকা মেইল

শ্রাবন্তীর কথায়, ‘কেউ আমাকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করলে আমি তো সেরকম হয়ে যাব না। এটা নিয়ে কিছু বলার নেই। বলতে চাইও না। তিনি মানসিকভাবে সুস্থ হয়ে উঠুন, এটাই কামনা করি।’  

এদিকে সম্প্রতি শিকলে বাঁধা বেজি আদর করে আইনী ঝামেলায় জড়িয়েছেন শ্রাবন্তী। তাকে দুদফা জিজ্ঞাসাবাদও করেছেন ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল দফতরের আধিকারিকরা। এর জেরে গ্রেফতার করা হয়েছে তার গাড়িচালক ভরত হাতিকে।

আরএসও