images

বিনোদন

আফজাল হোসেন-রোকেয়া প্রাচীর প্রথম চলচ্চিত্র

বিনোদন ডেস্ক

০২ ডিসেম্বর ২০২২, ০৩:৪৬ পিএম

১৯৪৭ সালের দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমা ‘যাপিত জীবন’। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন রোকেয়া প্রাচী। তার সহশিল্পী আফজাল হোসেন।

এই প্রথমবার নন্দিত এই অভিনেতার সঙ্গে অভিনয় করছেন প্রাচী। ছবিতে তারা স্বামী-স্ত্রীর ভূমিকায় থাকছেন। আফজাল অভিনয় করছেন সোবহান চরিত্রে এবং প্রাচী অভিনয় করছেন আফসানা চরিত্রে।

গত ২২ নভেম্বর (মঙ্গলবার) থেকে রাজবাড়ীর বিভিন্ন লোকেশনে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয়েছে। ৫১ নম্বর দৃশ্য দিয়ে শুরু হয় এর দৃশ্যধারণ। ২৮ নভেম্বর থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। সিনেমাটি পরিচালনা করছেন চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব।

afjal

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ ৩৩ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন হাবিব ও রোকেয়া প্রাচী। একসঙ্গে তাদের প্রথম কাজ ছিল ১৯৯০ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিজয় নব্বই’। এটি মুক্তির পর বেশ প্রশংসিত হয়েছিল বলে জানান নির্মাতা।

রোকেয়া প্রাচীর প্রশংসা করে হাবিব বলেন, ‘প্রাচী আমার পছন্দের একজন শিল্পী। এটি আমাদের দ্বিতীয় কাজ। দীর্ঘ বিরতি পেরিয়ে আমরা ফের একসঙ্গে কাজ করছি। প্রাচী একজন কৃতজ্ঞ ও নন্দিত শিল্পী। সেই সঙ্গে একজন সু অভিনেত্রী। এই সিনেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। আফজাল ভাই ও প্রাচীকে ঘিরেই এর গল্প। কয়েকদিনে প্রাচী যে অভিনয় করেছেন সেটি সত্যিই অতুলনীয়। সিনেমাটি তার ক্যারিয়ারে নতুনমাত্রা যোগ করবে বলে আমি আশাবাদী। এতে প্রাচীর যে চরিত্র এবং তিনি যেভাবে চরিত্রটি ফুটিয়ে তুলছেন তাতে আমার বিশ্বাস জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন।’

rokeya prachi

রোকেয়া প্রাচী বলেন, ‘প্রথমবার আফজাল ভাইয়ের সঙ্গে কাজ করছি। তিনি আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা। ছোটবেলা থেকেই তার কাজ পছন্দ করি। তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। এটি আমার জন্য খুব বড় অভিজ্ঞতা। হাবিব ভাইয়ের সঙ্গে দ্বিতীয় কাজ হলেও তার সঙ্গে কাজের বোঝাপাড়া অসাধারণ। এই সিনেমায় সব গুণী শিল্পীরা রয়েছেন। সবমিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা। শুটিং নয়, এই ইউনিট একটি পারিবারিক আবহ তৈরি করেছে। একটি পরিবার অনেক দিন পর একত্র হয়েছি। আশা করি, সিনেমাটি দর্শকদের পছন্দ হবে।’

‘যাপিত জীবন’ সিনেমার প্রথম ধাপের শুটিং চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। এরপর কয়েকদিন বিরতি নিয়ে দ্বিতীয় ধাপের শুটিং হবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ তার আশেপাশের এলাকায়। ডিসেম্বরের মধ্যে সিনেমার পুরো কাজ শেষ হবে বলে জানিয়েছেন নির্মাতা। নতুন বছরের মাঝামাঝি সময় ভালো একটি দিন দেখে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

afzal

সেলিনা হোসেনের উপন্যাস থেকে এর চিত্রনাট্য করেছেন যৌথভাবে অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়। বাংলাদেশ সরকারের ২০২১-২২ অর্থবছরের অনুদান পাওয়া এই সিনেমায় আরও অভিনয় করছেন ডলি জহুর, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, রওনক হাসান, আশনা হাবিব ভাবনা, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ প্রমুখ।

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে প্রাচী অভিনীত সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘সাবিত্রী’। এতে তাকে আইনজীবীর চরিত্রে দেখা যাবে।

আরআর