images

বিনোদন

ব্রাজিল ভক্তদের জন্য হিরো আলমের গান

বিনোদন ডেস্ক

২৭ নভেম্বর ২০২২, ০২:০৪ পিএম

কয়েকদিন আগে বিকৃত সুরে রবীন্দ্রসংগীত গেয়ে ধমক খেয়েছেন প্রশাসনের, হয়েছেন সমালোচিত। তারপরও থেমে নেই কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। নিজের অদ্ভুত গায়কীতে একের পর এক গান করেই যাচ্ছেন তিনি।

এদিকে বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে। তার উত্তাপ এসে লেগেছে বাংলাদেশেও। এখানেও রয়েছে হিরো আলমের সরব উপস্থিতি। কয়েকদিন আগে তিনি আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে একটি গান করেছেন। এবার গান করলেন ব্রাজিল ফুটবল দল নিয়ে। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে আলম নিজেই জানিয়েছেন।

নিজের ফেসবুকে হিরো আলম একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ব্রাজিল ফুটবল দল নিয়ে একটি গানে কণ্ঠ দিচ্ছেন তিনি। ‘নেইমার, নেইমার, নেইমার/ উই লাভ ইউ নেইমার।’ এমন কথায় সাজানো গানটি।

ভিডিওর ক্যাপশনে আলম লিখেছেন, ‘আসছে ব্রাজিল ভক্তদের জন্য আমার গাওয়া একটি গান। সবার অনুরোধ ছিল আমি যেন ব্রাজিলের একটা গান করি। তাই আপনাদের ব্রাজিলের গান আসছে।’

জানা গেছে, আজ রোববার প্রকাশ পাবে হিরো আলমের গানটি। বিশ্বকাপের আসর বসার কয়েকদিন আগে আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে একটি গান প্রকাশ করেন হিরো আলম। সেসময় জানিয়েছিলেন, ব্রাজিলের সমর্থকদেরও নিরাশ করবেন না তিনি। এবার সে কথাই রাখতে চলেছেন এই কন্টেন্ট ক্রিয়েটর।

আরআর