বিনোদন ডেস্ক
২৩ নভেম্বর ২০২২, ০৩:৫৩ পিএম
জীবনের অর্ধেক বেলা পাড় করে এসেছেন মনোজ তিওয়ারি। ৫২ বছর বয়সী এ অভিনেতা ও গায়কের সূর্য ক্রমেই ঢলে পড়ছে সাঁঝবেলার দিকে। এমন সময় খবর এসেছে, এ বয়সে বাবা হতে চলেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী সুরভির সাধ অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে এ খবর জানিয়েছেন মনোজ। ভিডিওতে দেখা গেছে, বেশ জমকালো আয়োজন করেছিলেন স্ত্রীর সাধ অনুষ্ঠান উপলক্ষে। এতে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনও উপস্থিত ছিলেন। এ ভিডিওর ক্যাপশনে মনোজ লিখেছেন, ‘কিছু আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়।’
এর মাধ্যমে তৃতীয়বার বাবা হতে চলেছেন মনোজ। সুরভি তার দ্বিতীয় স্ত্রী । ২০২০ সালে জন্ম নেয় তাদের প্রথম কন্যা সন্তান। সুরভি দ্বিতীয়বার মা হতে চলেছেন এবার।
২০১৪ সালে ‘দেবরা ভেল দিওয়ানা’ মনোজ অভিনীত মুক্তিপ্রাপ্ত সবশেষ সিনেমা। এর আগে ২০১০ সালে ‘বিগ বস’-এর প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল তাকে।
অভিনয়ের সঙ্গে আজকাল তেমন ওঠবসা নেই মনোজের। তার চেয়ে তিনি বেশি সময় দিচ্ছেন রাজনীতির মাঠে। বিজেপি শিবিরে সক্রিয় মনোজ।
আরআর