বিনোদন ডেস্ক
১৩ নভেম্বর ২০২২, ০৭:০৫ পিএম
এখনও কোনো সিনেমা মুক্তি পায়নি রাজ রিপার। এরইমধ্যে পেয়ে গেছেন নায়িকা খ্যাতি। বেশকিছু সিনেমার কাজে কাটাচ্ছেন ব্যস্ত সময়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। এবার নেট মাধ্যমেই রাখলেন এক ভয়ানক অভিযোগ। জানালেন র্যাব পুলিশের ভয় দেখিয়ে হুমকি দেওয়া হচ্ছে তাকে।
আজ রোববার নিজের ফেসবুকে এ প্রসঙ্গে পরপর দুটি স্ট্যাটাস দেন রাজ রিপা। প্রথম পোস্টে লেখেন, ‘পরিচালক যখন প্রযোজক হয়, তখন সিনেমা আটকে যায় আর আর্টিস্টদের করে হয়রানি, সাথে থাকে ৩য় ব্যক্তির হতাশা। বেশি কিছু বললে সিনেমা না বানানোর হুমকি। দেখানো হয় র্যাব-পুলিশের ভয়, বাহ। এটাকে কোন ধরনের মেন্টাল টর্চার বলে। নায়িকা হতে আসাটা কি ভুল নাকি ভুল জায়গায় পা রাখাটা ভুল?’
এর কয়েক ঘণ্টা পর রাজ রিপা ফের লেখেন, ‘আমি যদি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাই, সেটা হবে সম্মান হারানোর ভয়ে। হয়তো কারও কিছুই হবে না, শুধু মানুষটা থাকবে না আর হেরে যাবে এই মানুষটার এক বুক ভরা স্বপ্ন আর চ্যালেঞ্জ। বৃথা হয়ে যাবে অসম্ভব পরিশ্রমে তিলে তিলে গড়া কষ্টগুলো। শেষ হয়ে গেল আমার ৫ বছরের স্বপ্নের পথচলা।’
তবে রাজ রিপা তার এই অভিযোগে কারও নাম উল্লেখ করেননি। অনেকে অবশ্য ধারণা করছেন প্রযোজক ও নির্মাতা ইফতেখার চৌধুরীকে ইঙ্গিত করেই কথাগুলো লিখেছেন। এ ব্যাপারে রাজ রিপার সঙ্গে যোগাযোগ করলেও জানা যায়নি তেমন কিছু।
সম্প্রতি মুক্তির অপেক্ষায় রয়েছে রাজ রিপা অভিনীত ‘মুক্তি’ সিনেমাটি। এই ছবিতে সাতজন নায়কের বিপরীতে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী।
আরআর